নিজস্ব প্রতিবেদক।- রংপুর জেলা ইলেকট্রিক শ্রমিক কল্যাণ সমবায় সমিতির অন্যতম সদস্য, বিশিষ্ট সমাজসেবক ও শ্রমিক নেতা সিরাজুল ইসলাম পদা ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি…রাজিউন)। গতকাল সোমবার ভোরে তিনি নগরীর নুরপুরের নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ৩ মেয়ে ও ১ ছেলেসহ আত্নীয়-স্বজন, সহকর্মী ও অসংখ্য শুভাকাংখী রেখে গেছেন। সোমবার বাদ জোহর নগরীর নুরপুর জামে মসজিদে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাকে নুরপুর কবরস্থানে দাফন করা হয়েছে। তার জানাযা ও দাফন কার্যে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, আত্নীয়-স্বজন ও গ্রামবাসীরা উপস্থিত ছিলেন। তাঁর মৃত্যুতে রংপুর জেলা ইলেকট্রিক শ্রমিক কল্যাণ সমবায় সমিতির সভাপতি মহুবার রহমান, সাধারণ সম্পাদক শমসের আলী, সহ-সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো: হেলাল মিয়া, কোষাধ্যক্ষ আনিছসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন। তারা শোকাহত পরিবার বর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। আগামী বুধবার বাদ আসর নগরীর নুরপুরস্থ নিজ বাড়িতে মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
Leave a Reply