নবাবগঞ্জে অতিদরিদ্রদের জন্য কর্মসৃজন কর্মসূচী প্রকল্পে শ্রমিকের উপস্থিতি কমঃ নবাবগঞ্জ(দিনাজপুর)থেকে সৈয়দ হারুনুর রশীদ।-দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় গত ১১ নভেম্বর থেকে শুরু হওয়া অতি দরিদ্রদের জন্য কর্মসৃজন কর্মসূচী প্রকল্পের কাজে শ্রমিকদের উপস্থিতি কম দেখা গেছে। চলতি আমন মৌসুমের ধান কাটা মাড়াইয়ের কাজে ব্যস্ত থাকায় এই শ্রমিক উপস্থিতি কম হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। চলতি অর্থ বছরে উপরোক্ত প্রকল্পের কাজে উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে ৮ ইউনিয়নে ২৮০৭ জন তালিকাভুক্ত শ্রমিক রয়েছে ।অপর ইউনিয়ন পুটিমারাতে চেয়ারম্যান মেম্বারদের দ্বন্দ্বের কারণে ২২২ জন তালিকা ভুক্ত শ্রমিকের কাজ বন্ধ রয়েছে। বেশ কয়েকটি প্রকল্প এলাকা ঘুরে দেখা যায় শ্রমিকের সংখ্য খুব কম। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শ্রমিক জানান শ্রমিকের তালিকায় মেম্বারের মনোনিত লোকের নাম আছে যে নাকি কাজে আসে না। এছাড়াও তালিকায় নাম আছে গ্রাম পুলিশ ও কোন কোন ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তার নাম। প্রকল্প এলাকায় সাইন বোর্ড নাই। বিষয়টি নিয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নূর এ শেফা জানান প্রকল্প শুরু হলেও অর্থ মন্ত্রনালয় থেকে অর্থ ছাড় দেয়া হয় নাই। শ্রমিকদের দেরিতে টাকা দেয়া হবে এই শর্তে কাজ শুরু করা হয়েছে। প্রকল্পের সাইন বোর্ড তৈরী করতে দেয়া হয়েছে বলে জানান। প্রকল্পে শ্রমিক উপস্থিতির কম হওয়ার কথা নিশ্চিত করে তিনি জানান শ্রমিক তালিকা থেকে গ্রাম পুলিশের নাম বাদ দেয়া হবে। তবে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তার নাম থাকবে। কারন উদ্যোক্তা শ্রমিকদের সমস্ত বিল তৈরীর কাজ করে থাকে।
Leave a Reply