পীরগঞ্জের সরকারী শাহ আব্দুর রউফ কলেজে অনিয়ম দুর্নীতি –৬
কলেজে এখন ২১ সমস্যা
সুলতান আহমেদ সোনা।–পীরগঞ্জের সরকারী শাহ আব্দুর রউফ কলেজ সমস্যার জালে আটকা পরেছে। সমস্যার কারণে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে।পীরগঞ্জের সচেতন মহল মনে করেন, বিষয়টি যাদের উপলব্ধি করার কথা ছিল তারা আগে করে নাই। পুর্বের কর্তারা ছিলেন আখের গোছানোর তালে,শিক্ষক নিয়োগ বানিজ্য নিয়ে ব্যাস্ত।
অভিযোগ রয়েছে বিগত দিনে শিক্ষক পরিষদের দয়িত্বশীলরা দাড়িতে আঙ্গুল চালিয়েছেন আর গোঁফ সাইজ করে সময় কাটিয়েছেন। বর্তমানে যারা শিক্ষক পরিষদে রয়েছেন তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। রাজনৈতিক পট পরিবর্তনের কারণে তারা পরিস্থিতির ভারসাম্য রক্ষা করে চলছেন।
কিন্তু দুঃখজনক হলেও সত্য, কলেজের সমস্যা শিক্ষার্থীদের দাবী দাওয়া প্রতি তারা আন্তরিকতা দেখাচ্ছেন না। ছাত্রদের অভিযোগ কলেজে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নাই।এদিকে কলেজের শিক্ষার্থীরা বজ্রকথাকে ২১টি সমস্যার কথা বলেছেন, শিক্ষার্থীরা মনে করেন সমস্যাগুলোর কারণে কলেজটি রোগাগ্রস্ত হয়ে পড়েছে।
চিহ্নিত সমস্যাগুলো হচ্ছে১। অপরিচ্ছন্ন ক্যাম্পাস ২। কলেজে বহিরাগতদের উৎপাত ৩।কলেজে সৃজনশীল কর্মকান্ডের সুযোগ না থাকা ৪।ছেলেদের কোন কমনরুম নাই ৫।মেয়েদের কমরুম থাকলেও ঝুকিপূর্ণ ৬। রসায়ন ও গণীত বিভাগে শিক্ষক সংকট ৭। নিয়মিত ক্লাস না হওয়া ৮। ল্যাবরেটরী না থাকা ৯। পানীয় জলের সংকট ১০। পদার্থ বিষয়ে শিক্ষকের পদশুন্য ১১। ব্যবহারিক ক্লাস না হওয়া ১২। কলেজে কম্পিউটার ল্যাব থাকলেও ব্যবহারের সুযোগ না থাকা ১৩। কম্পিউটার বিষয়ের শিক্ষক নাই ১৪। লাইব্রেরীতে বই সংকট ১৫। সীমিত পরিসরের লাইব্রেরী ১৬। খেলা ধুলার ব্যবস্থা নাই ১৭। পেপার পড়ার সুযোগ নাই ১৮। সাহিত্য –সংষ্কৃতি বিষয়ক প্রতিযোগীতা হয় না ১৯।ওয়াশ রুমের সংকট ২০। অপরিচ্ছন্ন ওয়াশ রুম ২১। শিক্ষকদের মধ্যে দলাদলি
পর্যবেক্ষক মহল আশা করেন সার্বিক শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে অধ্যক্ষ প্রফেসর মোঃ আবু বকর সিদ্দিক সরকার এদিকে দৃষ্টি দেবেন।
Leave a Reply