শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৩:৫৭ অপরাহ্ন

দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১
  • ৫৭৮ বার পঠিত

মোঃ ইউসুফ আলী।- দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এর আয়োজনে স্পোকেন ইংলিশ, জাপানীজ ভাষা শিক্ষা ও অন্যান্য প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। ১২ জানুয়ারী-২০২১ মঙ্গলবার বিকেলেশেখপুরা মাতাসাগরস্থ টিটিসি’র সেমিনার কক্ষে অনুষ্ঠিতব্য স্পোকেন ইংলিশ, জাপানীজ ভাষা শিক্ষা ও অন্যান্য প্রশিক্ষণ কোর্সের (২মাস মেয়াদী ইংরেজী ১ম ব্যাচ ও ৬মাস মেয়াদী জাপানী ভাষা ৬ষ্ঠ ব্যাচ) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর পলিটেকনিক ইন্সটিটিউট এর অধ্যক্ষ প্রকৌঃ মোঃ আব্দুল ওয়াদুদ মন্ডল। বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর জোনাল সেটেলমেন্ট অফিসার মোঃ শামসুল আযম, লালমনিরহাট সরকারি জেকেএজি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মকবুল হোসেন, দিনাজপুর সরকারি কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক জীবন কৃষ্ণ বর্মন। উক্ত অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কুড়িগ্রাম সরকারি কলেজের ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আবু জোবায়ের আল-মুকুল। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং শেখপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মমিনুল ইসলাম। স্বাগত বক্তব্য ও সভাপতিত্ব করেন দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এর অধ্যক্ষ প্রকৌঃ মোঃ আইনুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এর চীফ ইন্সট্রাক্টর (কম্পিউটার) নিমাই কুমার দত্ত ও ইংরেজী ভাষা শিক্ষা প্রশিক্ষক মোঃ মশিউর রহমান। অনুষ্ঠানে সকল অতিথিদের ফুল দিয়ে বরণ করেন দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এর সিনিয়র ইন্সট্রাক্টর মোঃ আবু পুশিদার রহমান পাভেল, ইন্সট্রাক্টর মোঃ জাকির হোসেন, মোঃ খায়রুল কবির, মোঃ আরিফ নূর, আব্দুল হাকীমসহ অন্যান্য ইন্সট্রাক্টরবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে টিটিসি’র জাপানী ভাষা প্রশিক্ষক আব্দুল্লাহ আল কাফি হাসান আগত অতিথি ও প্রশিক্ষণার্থীদের সামনে জাপানী ভাষায় বক্তব্য দেন এবং অন্য একজন প্রশিক্ষণার্থী সেটিকে বাংলায় অনুবাদ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com