শুক্রবার, ১৬ মে ২০২৫, ০২:০৪ অপরাহ্ন

বিরামপুরে পল্লীশ্রীর দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১
  • ২৬৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর।- দিনাজপুরের বিরামপুরে পল্লীশ্রীর ক্রিয়েটিং স্পেসেস প্রকল্প আয়োজিত দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। ১২ জানুয়ারী মঙ্গলবার বিরামপু‌র ক‌মিউ‌নি‌টি সেন্টা‌রে নারী ও কন‌্যা শিশু‌দের অর্থনৈ‌তিক অ‌ধিকার ও সচেতনতা বৃ‌দ্ধি এবং সমর্থন শীর্ষক কর্মশালার সমাপনী অনু‌ষ্ঠিত হয়। কর্মশালায় বিরামপুর উপ‌জেলার সরকারী কর্মকর্তা, জনপ্রতি‌নি‌ধি, বি‌ভিন্ন প্রাই‌ভেট ‌কোম্পানীর প্রতি‌নি‌ধিসহ ‌৪টি ইউ‌নিয়‌নের ক‌মিউ‌নি‌টি দলের মোট ২৫জন ক্ষুদ্র উ‌দ্দ্যোক্তা অংশগ্রহন ক‌রে। কর্মশালায় বক্তারা নারীর অর্থনৈ‌তিক অ‌ধিকার, জেন্ডর ও জেন্ডার ভু‌মিকা, আয়বৃ‌দ্ধিমুলক কর্মকান্ড, অর্থনৈতিক সু‌যোগ সু‌বিধা, পুঁজি পাওয়ার উপায়, শ্রম‌বিভাজন, নারীর প্রতি স‌হিংসতা ও আয়বৃ‌দ্ধিমুলক কর্মকা‌ন্ডে সম্পৃক্তকরন বিষ‌য়ে নানা দিক তু‌লে ধ‌রেন। বক্তারা ব‌লেন, নারী অ‌ধিকার প্রতিষ্ঠায় ও নারীর প্রতি স‌হিংসতা প্রতি‌রো‌ধে নারীকে আয়বৃ‌দ্ধিমূলক কর্মকান্ডে সম্পৃক্ত করা ছাড়া বিকল্প কোন পথ নেই, তা‌দের প‌রিবার ও সমাজ থে‌কে আয়মুলক কা‌জে সম্পৃক্ত কর‌তে স‌চেতনতা সৃ‌ষ্টিসহ সু‌যোগ তৈরী কর‌তে হ‌বে।

কর্মশালায় উপ‌স্থিত থে‌কে আ‌লোচনা ক‌রেন বিরামপুর উপ‌জেলা সমাজ‌সেবা কর্মকর্তা ‌মো. রাজুল ইসলাম, উপ‌জেলা সমবায় অ‌ফিসার মো. ওবায়দুর রহমান বিরামপুর, ইউ‌পি সদস‌্য আলতা বানু, সু‌মি আক্তার, প্রকল্প সমন্বয়কারী রওনক আরা হক। কর্মশালা‌টি সা‌র্বিক প‌রিচালনা ক‌রেন প্রজেক্ট কর্মকর্তা মো. সা‌জেদুল ইসলাম সুজন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com