শুক্রবার, ১৬ মে ২০২৫, ১২:৪৮ পূর্বাহ্ন

মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ঘর বিতরণে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের প্রেস ব্রিফিং

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১
  • ২৪৯ বার পঠিত

মোঃ আশরাফুল আলম, দিনাজপুর (ফুলবাড়ী) প্রতিনিধি।- মুজিব শতবর্ষ উপলক্ষ্যে ভূমিহীন ও গৃহহীনদের জন্যে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ঘর বিতরণে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে সাংবাদিকদের নিয়ে ২১ জানুয়ারি বৃহস্পতিবার  সকাল সাড়ে ১১টায় প্রেস ব্রিফিং করেন। দিনাজপুরে সাড়ে ৪ হাজারের বেশি গৃহহীন পরিবার পাচ্ছে সরকারি বাড়ি দুটি শয়ন কক্ষ, রান্নঘর, টয়লেট ও অন্যান্য সুবিধা থাকছে এসব বাড়িতে।

আগামী ২৩ জানুয়ারি মুজিব শতবর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী তার কার্যালয় থেকে উপহারের ঘর বিতরণ করবেন এই মর্মে প্রেস ব্রিফিং করেন উপজেলা নির্বাহী অফিসার।প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় সরকারি খাস জমিতে এসব বাড়ি নির্মাণের কাজ প্রায় শেষের দিকে। মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমি ও গৃহহীনদের জন্য এসব বাড়ি নির্মাণ করে দিচ্ছে সরকার। প্রতিটি বাড়ির বরাদ্দ ধরা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৬টি ইউনিয়নে ৭৬৯টি  বাড়ি নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এর মধ্যে অনেক বাড়ি নির্মাণ কাজ শেষের পথে। উপজেলা নির্বাহী অফিসার প্রেস ব্রিফিং-এ জানান, ৭৬৯টি বাড়ির মধ্যে ৪৯২টি বাড়ি ইতিমধ্যে গৃহহীন পরিবারদের মাঝে দেওয়া হয়েছে। ঘর নির্মাণে ফুলবাড়ী উপজেলা পরিষদের ১টি কমিটি আছে। এই কমিটি দেখভাল করছেন।

এছাড়াও এসব কাজের তদারকি ও দেখভাল করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা প্রশাসক নিজেই। প্রেস ব্রিফিং-এ উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিন, উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ, উপজেলা প্রকৌশলী মোঃ রাইহানুল ইসলাম, উপজেলা প্রকল্প কর্মকর্তা শফিউল ইসলাম। এ সময় ফুলবাড়ী প্রেস ক্লাব ও ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার ’বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এই প্রকল্প গ্রহণ করেছে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com