এস এ মন্ডল।- ২৭ জানুয়ারী/২১ বুধবার পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে পীরগঞ্জ উপজেলায় অবৈধভাবে গড়ে উঠা বেশ কটি ইটভাটায় অভিযান চালানো হয়েছে। এই অভিযানের সময় ৫টি ইটাভাটার মধ্যে দু’টি ভাটায় ১৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা করা হয়েছে ভাটামালিক নুর আলম যাদুর ভাটায় ৮ লাখ টাকা। ভাটামালিক মোঃ রাসেল মিয়ার ৬ লাখ টাকা। ভাটামালিক মাহবুবার রহমান এর ভাটার চিমনির কিয়দাংশ ভেঙ্গে দেয়া হয়েছে। ভাটা মালিক আশরাফুল ইসলাম ও রাজা মিয়ার ভাটার কিছু অংশ ভেঙ্গে দেয়া হয়েছে। উল্লেখ্য পীরগঞ্জ উপজেলায় প্রায় ৫৪টি ভাটার অস্তিত্ব রয়েছে। এর আগে জেলা প্রশাসন ৪টি ভাটায় অভিযান চালিয়েছিল।
Leave a Reply