ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভা এলাকার ২০১৯ সালের ভোটার তালিকায় অন্তর্ভুক্তকারীদের মাঝে জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলম। রবিবার (৩১ শে জানুয়ারি) সকালে ঘোড়াঘাট পৌর ভবনে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এ জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ঘোড়াঘাট পৌরসভার মেয়র মোঃ আব্দুস সাত্তার মিলন, উপজেলা নির্বাচন অফিসার মোঃ শাহজাহান মানিক, পৌরসভার প্যানেল মেয়র কাদের মিয়া, কাউন্সিলর বিলকিছ বেগম, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এস.এম রবিউল ইসলাম সহ আরো অনেকে।
Leave a Reply