বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১১:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পায়রাবন্ধে অধ্যক্ষ ও অফিস সহায়কের অপসারণের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন পার্বতীপুরে গ্রীষ্মকালীন সবজি বাঁধাকপি চাষে রতন চন্দ্র রায়ের অভূতপূর্ব সাফল্য সবার জন্য অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং নিশ্চিত করতে প্রাইম ব্যাংকের প্রশিক্ষণ   ঘোড়াঘাটে ভূমি মেলা ২০২৫ উপলক্ষে বণার্ঢ্য শোভাযাত্রা পীরগঞ্জে  ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে বকনা বাছুর বিতরণ বিএনপি-জামায়াত আমাদের প্রতিপক্ষ হয়ে যাবে এ কালচার আমরা চাই না – সারজিস চোরতন্ত্র উচ্ছেদ করতে পারলে  দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব হবে রংপুরে কেমিস্টস্ এন্ড ড্রাগ সমিতির মানবন্ধন পার্বতীপুর মডেল থানার ওসি হিসেবে পদায়িত হলেন আব্দুল্লাহ আল মামুন ফুলবাড়ীতে বাংলাদেশ কেমিস্টস্ ড্রাগিস্টস চার দফা দাবিতে ঘন্টা ব্যাপী  মানববন্ধন

রংপুরে দৈনিক যুগান্তরের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৭৫ বার পঠিত

রংপুর ব্যুরো।- আলোচনা সভা ও কেককাটার মধ্য দিয়ে উত্তরের বিভাগীয় নগরী রংপুরে পালিত হয়েছে দৈনিক যুগান্তরের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। অগ্রযাত্রায় অবিচল স্লোগানে আজ সোমবার দুপুরে রংপুর প্রেসক্লাব মিলনায়তনে এ কর্মসূচি পালিত হয়।যুগান্তর স্বজন সমাবেশ রংপুরের আয়োজনে যুগান্তর রংপুর ব্যুরো প্রধান মাহবুব রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহা: আব্দুল আলীম মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন আরপিএমপির উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) আবু বকর সিদ্দীক, উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মেনহাজুল আলম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ) ও পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি এন্ড মিডিয়া) উত্তম প্রসাদ পাঠক, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) উজ্জ্বল কুমার রায়, রংপুর প্রেসক্লাবের সভাপতি রশীদ বাবু, সাধারণ সম্পাদক রফিক সরকার, সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা সদরুল আলম দুলু, সাবেক সহ-সভাপতি আবু তালেব, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাভেদ ইকবাল, সাবেক সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক নজরুল মৃধা, দপ্তর ও যোগাযোগ সম্পাদক সিদ্দিকুর রহমান, চ্যানেল আই’র স্টাফ রিপোর্টার মেরিনা লাভলী, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক, দৈনিক যুগান্তর রংপুর ব্যুরো অফিসের ফটো সাংবাদিক উদয় চন্দ্র বর্মন, আমাদের প্রতিদিনের বার্তা সম্পাদক সৈয়দ বোরহান কবির বিপ্লব, যুগান্তর স্বজন সমাবেশ রংপুর জেলা কমিটির আহবায়ক বাদল রহমান, সদস্য সচিব হারুন উর রশিদ সোহেল, যুগ্ম আহবায়ক আজিজা সিদ্দিকা পপি প্রমুখ। এছাড়াও রংপুওে কর্মরত প্রিন্ট, ইলেকট্রিক ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। অতিথিরা রংপুরসহ দেশের চলমান উন্নয়নে আগামীতেও দৈনিক যুগান্তর দেশ ও রংপুরের মানুষের সঙ্গে থাকবে এবং তাদের সাহসীভূমিকা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তারা গণমাধ্যম প্রতিষ্ঠান হিসেবে দৈনিক যুগান্তরের উত্তরোত্তর সমৃদ্ধি ও উন্নতি কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com