বজ্রকথ প্রতিবেদক।- ১ ফেব্রুয়ারী সোমবার দুপুরে পীরগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধু গবেষণা সংসদ এর পক্ষ থেকে শীতার্ত মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এইদন এ উপলক্ষ্যে এক আলোচনা সভা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের পীরগঞ্জ শাখার সাধারন সম্পাদক মেয়র আবু ছালেহ মোঃ তাজিমুল ইসলাম শামিম। উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ রুহুল আমিন বুলেট এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মিলন, বজ্রকথা সম্পাদক কবি সুলতান আহমেদ সোনা, অফিসার ইনচার্জ সরেস চন্দ্র, রাকিবুল ইসলাম নয়ন। স্বাগত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু গবেষণা সংসদ এর সদস্য বিশিষ্ঠ রাজনীতিক, আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাংগঠননিক সম্পাদক,চতরা ইউপি আওয়ামী লীগের সদস্য ও শেখ রাসেল ক্রিড়া চক্রের সভাপতি মোঃ মাসুদ মিয়া। প্রধান অতিথির বক্তব্যে মেয়র আবু ছালেহ মোঃ তাজিমুল ইসলাম শামিম শীতার্ত মানুষদের জন্য কম্বল,মাক্স,হ্যান্ডসেনিটাইজার প্রদান করায় বঙ্গবন্ধু গবেষণা সংসদ এর সভাপতি প্রফেসার ড. উত্তম কুমার বড়–য়াকে ধন্যবাদ জ্ঞাপন করেন। বক্তাগণ করোনা কালে উদার হস্তে সহযোগিতা করায় স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার প্রশংসা করেন। এদিন উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন গরিব রোগীদের মধ্যে কম্বল, মাস্ক, হ্যন্ডসেনিটাইজার প্রদান করা হয়।
Leave a Reply