সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৯:২৩ পূর্বাহ্ন

সাপাহারে ঐতিহ্যবাহী জবই বিলে অতিথি পাখি  পরিদর্শন করলেন উপ-মন্ত্রী হাবিবুন নাহার

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৯২ বার পঠিত

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি।- নওগাঁর সাপাহার উপজেলার ঐতিহ্যবাহী জবই বিলের জীব বৈচিত্র্য ও সেখানে অবস্থানরত অতিথি পাখী পরিদর্শন করেন বাংলাদেশ সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপ-মন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি। নওগাঁ জেলার সাপাহারে এক সরকারী সফরে এসে তিনি বিলে অতিথি পাখি পরিদর্শন করেন। উপজেলা প্রশাসন ও জবই বিল জীববৈচিত্র সংরক্ষন কমিটির আয়োজনে শুক্রবার বিকেলে তিনি ও তার সফর সঙ্গীরা নৌকায় চড়ে বিলের এ প্রান্ত থেকে ও প্রান্তে গিয়ে অতিথি পাখিদের বিচরণ পরিদর্শন করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী,সামাজিক বনায়ন ঢাকা অঞ্চলের বন সংরক্ষক মোল্লা রেজাউল করিম, বন্যপ্রাণী সংরক্ষণ অঞ্চল ঢাকার বন সংরক্ষক মিহির কুমার দো, বন্যপ্রাণী ব্যাবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগের বিভাগীয় প্রধান রাজশাহী অঞ্চলের জিল্লুর রহমান, নওগাঁ জেলার নির্বাহী ম্যজিস্ট্রেট পপি খাতুন, প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন। আয়োজক বৃন্দ ও এলাকাবাসী ঐতিহ্যবাহী এই জবই বিলে সারাবছর পাখি সংরক্ষনে বিলের একাংশে একটি পাখির অভয়াশ্রম ও একটি ইকো পার্ক তৈরীর জন্য উপ-মন্ত্রী মহোদয়ের মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট বিভাগের দৃষ্টি কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com