সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১০:৪৬ পূর্বাহ্ন

মানহানি মামলায় তারেক রহমানের জেল জরিমানা

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৩৯ বার পঠিত

বজ্রকথা ডেক্স।- বৃহস্পতিবার ৪ ফেব্রুয়ারী /২০২১ তারিখে একটি মানহানির মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দুই বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সাজা দিয়েছে আদালত। বঙ্গবন্ধুকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে নড়াইলে দায়ের হওয়া একটি মামলার রায়ে নড়াইলের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমাতুল মোর্শেদা এ সাজার রায় ঘোষণা করেছেন। তিনজনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এ রায় দিয়েছেন। মামলার বিবরণে প্রকাশ ২০১৪ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে ইস্ট লন্ডনের এন্ট্রিয়াম ব্যাংকওয়েট হলে বিএনপির সভায় তারেক রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য দেন। বঙ্গবন্ধুকে ‘রাজাকার ও পাকবন্ধু’ বলে মন্তব্য করেন তারেক রহমান। এ খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এ ঘটনায় নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামের মুক্তিযোদ্ধা শাহাজান বিশ্বাস বাদী হয়ে নড়াইল সদর আমলি আদালতে তারেক রহমানের বিরুদ্ধে ১ হাজার কোটি টাকার মানহানি মামলা করেন। রায় ঘোষণার সময় মামলার আসামি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আদালতে উপস্থিত ছিলেন না। এ ছাড়া তার পক্ষে কোনো আইনজীবীও ছিলেন না। এদিকে নড়াইলের আদালতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ওই মানহানি মামলায় সাজা দেওয়ার প্রতিবাদে বিএনপি রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে। বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা দলের সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের নেতৃত্বে তৎক্ষণাৎ বিক্ষোভ মিছিল করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com