কনক আচার্য।- শুক্রবার ৫ ফেব্রুয়ারি সকাল ১০ ঘটিকার সময় পীরগঞ্জ উপজেলা শিক্ষক কর্মচারী কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ১২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। পীরগঞ্জ মহাবিদ্যালয় হলে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন কালব লিঃ এর ভাইস চেয়ারম্যান মোছাঃ ফাহমিদা সুলতানা সীমা। পীরগঞ্জ উপজেলা শিক্ষক কর্মচারী কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সভাপতি মোঃ মাহফুজার রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালব লিঃ ক অঞ্চলের পরিচালক মোঃ একরামুল হক,ক্লাষ্টার পরিষদ এর চেয়ারম্যান তাপশ রায় চৌধুরী, কালব লিঃ এর জেলা ব্যবস্থাপক উজ্জল কুমার মিত্র,বাশিস পীরগঞ্জ এর সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম মান্নু, বজ্রকথা সম্পাদক কবি সুলতান আহমেদ সোনা, সমবায় পরিদর্শক মোঃ গাউছুল আজম, ট্রেজারার সাইফুল ইসলাম,পরিচালক মোঃ ইয়াকুব আলী প্রমুখ। সভায় বক্তাগণ সংগঠটির কর্মকান্ড নিয়ে কথা বলেন। তারা সদস্য বৃদ্ধিরসহ, সঞ্চয় বৃদ্ধির মাধ্যমে মুলধন বাড়িয়ে স্বনির্ভর হবার পরামর্শ প্রদান করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেছেন, আমিও একজন শিক্ষক তাই পীরগঞ্জ উপজেলা শিক্ষক কর্মচারী কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সকল সদস্যগণকে বলছি, স্বণির্ভর হবার স্বপ্ন দেখতে হবে। তিনি বলেন, এই সমিতির মালিক আপনারা। তাই প্রত্যেক সদস্যকে ৪জন করে সদস্য বাড়াতে হবে। সমিতির সদস্য বাড়লে সঞ্চয় বাড়বে। সঞ্চয় বাড়লে সুদের হার কমবে। তিনি বলেন, এই সমিতিতে সঞ্চয় করলে ৬ বছরে টাকা দ্বিগুণ হবে।
Leave a Reply