নবাবগঞ্জ(দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।- দিনাজপুরের নবাবগঞ্জে ধামাচাপা পড়ে যাচ্ছে প্রকাশ্যে দিবালোকে এক এনজিও কর্মীর নিকট থেকে ৪ লক্ষাধিক টাকা ছিনতাই হওয়ার ঘটনা। যদিও ভুক্তভোগী এনজিও কর্মী ঘটনার দিনই ওই ব্যাপারে থানায় ১টি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন।পুলিশ ঘটনাস্থল পরিদর্শনও করেছিলেন। ঘটনার প্রায় দেড় মাস অতিবাহিত হলেও ওই ঘটনায় কোন আইনি ব্যবস্থা গৃহিত হয়নি। ঘটনাকে কে কেন্দ্র করে ভুক্তভোগী এনজিও কর্মী যেমন নিশ্চুপ তেমনি পুলিশও নিরব। আসলে ছিনতাইয়ের ঘটনাটি সাজানো নাকি বাস্তব তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। সাধারণ মানুষের প্রশ্ন ঘটনা সাজানো বা বাস্তব যেটাই হোক না কেন সেটা পুলিশী তদন্তে অন্তত বেরিয়ে আসার কথা। ভুক্তভোগী এনজিও কর্মী ও থানায় অভিযোগকারী আরিফ হোসেন জানান, তার বিষয়টি নিয়ে শাখা ম্যানেজার কোন গুরুত্ব দিচ্ছেন না। অপরদিকে নবাবগঞ্জ থানার ওসি অশোক কুমার চৌহান জানান বিষয়টি নিয়ে অভিযোগকারী তার সাথে আর কোন যোগাযোগ করেন নাই। এর পরেও তিনি বিষয়টি দেখবেন। উল্লেখ্য, গত বছরের ১৯ ডিসেম্বর বিকাল সাড়ে ৩ টার সময় দিনাজপুর-ঘোড়াঘাট সড়কে নবাবগঞ্জ উপজেলাধীন দলারদরগা বাজার হতে মতিহারা ব্রীজের মধ্যবর্তী স্থানে ব্যস্ততম সড়কে প্রকাশ্যে দিবালোকে আলফালহ্ আ’ম উন্নয়ন সংস্থার ভাদুরিয়া শাখার ডেভেলপমেন্ট অফিসার আরিফ হোসেনের নিকট থেকে ৪ লাখ ৩৬ হাজার টাকা ছিনতাই হয়। তিনি পুটিমারা ইউনিয়নের বিভিন্ন গ্রামে সদস্যদের নিকট থেকে টাকা আদায়ের পর অফিসে ফেরার সময় উপরোক্ত স্থানে ২টি মটর সাইকেলে ৪ জন এসে তার গতিরোধ করে গলায় চাকু ধরে এবং ধাক্কা মেরে ফেলে দিয়ে টাকার ব্যাগ ছিনতাই করে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
Leave a Reply