পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।- ১১ ফেব্রুয়ারী বৃহস্পতিবার পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের আব্দুল্যাপুর মন্ডলপাড়া জামে মসজিদের দ্বিতীয় তলার ভিত্তি সুচনা করা হয়েছে। পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও সাবেক এমপি আলহাজ্ব নুর মোহাম্মদ মন্ডল প্রধান অতিথি হিসেবে ভিত্তি প্রদান করেন। এদিন ভিত্তি প্রদান উপলক্ষ্যে এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রামনাথপুর ইউনিয়নের সাবেক সচিব আলহাজ্ব দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য শাহজাহান আলী প্রধান, বিশিষ্ট দানবীর সার ডিলার এবং সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আইয়ুব আলী সরকার, রামনাথপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম ছাদেক বিএসসি, সাবেক ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহাঙ্গীর,রামনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জল হোসেন বাদল,ইউনিয়ন কৃষক লীগের সভাপতি নান্নু মিয়া,পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আঃ রাজ্জাক, উপজেলা সিটিজেন কর্মীর সভাপতি সাজেদুল ইসলাম (মুকুল), সাংবাদিক আব্দুল করিম সরকার, সাবেক ইউপি সদস্য খায়রুল ইসলাম সাবু, আফছার আলী,১,২,৩ সংরক্ষিত মহিলা সদস্য মাহমুদা বেগম প্রমুখ। ভিত্তি প্রদান শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করেন জামতলা মদিনাতুল উলুম মাদ্রাসার মোহতামিম হাফেজ মাও: রেজাউল করিম।
Leave a Reply