মোঃ আশরাফুল আলম, দিনাজপুর (ফুলবাড়ী) প্রতিনিধি।- বে-সরকারী কলেজের জনবল কাঠামো ও শিক্ষকদের এমপিও ভুক্তির দাবিতে সংসদ সদস্যের নিকট স্মারক লিপি প্রদান। সারা দেশে ৫ হাজার ৫ শত শিক্ষক কে সংশোধনী জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ তে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বে-সরকারী কলেজ সমূহ কে বৈধভাবে নিযোগ প্রাপ্ত অন্তর্ভুক্ত ও এমপিও ভুক্তির দাবিতে সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ও প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি এ্যাড. মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপির নিকট গতকাল মঙ্গলবার দুপুর ২টায় বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স, মাস্টার্স শিক্ষক ফেডারেশন ফুলবাড়ী উপজেলা শাখার সদস্য সচিব সঞ্জিত প্রদাস গুপ্ত ও আহব্বায়ক রিয়াজুল করিম স্মারক লিপি প্রদান করেন। স্মারকলিপি প্রদান কালে সংগঠনের সদস্য সচিব সঞ্জিত প্রসাদ জিতু বলেন, আমাদের এই দাবী রুটি রুজির দাবী। সারা দেশে বে-সরকারী কলেজে পাঠদানরত প্রায় সাড়ে ৫ হাজার অনার্স মাস্টার্স শিক্ষক রয়েছে তারা দুর্বিসহ জীবন জাপন করছে। এমপিও ভূক্তির দাবিতে সংসদে উত্থাপনের জন্য এমপি মহোদয়কে আহব্বান জানান। স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন শহীদ স্মৃতি আদর্শ কলেজের মার্কেটিং বিভাগের শিক্ষক আতিকুর রহমান ও ইতিহাস বিভাগের সোহেল রানা সহ সংগঠনের নেতা কর্মীরা।
Leave a Reply