রংপুর প্রতিনিধি।- দেশীয় তামাক শিল্প রক্ষায় তামাক শিল্পের প্রাণ চাষীদের সুরক্ষা এবং বিদেশি কোম্পানীর আগ্রাসনের হাত থেকে দেশীয় মালিকানাধীন তামাক শিল্প রক্ষার দাবিতে রংপুরে অনশন কর্মসূচি পালন করছে তামাক চাষীরা। বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টা থেকে দুপুর পর্যন্ত রংপুর টাউন হল প্রাঙ্গণে দেশীয় তামাক চাষী কল্যাণ সমিতির আয়োজনে অনশনরত চাষীরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। চাষীদের অভিযোগ, বর্তমানে বিদেশী বিভিন্ন তামাক কোম্পানীর আগ্রাসনে দেশীয় তামাক শিল্পের অস্তিত্ব হুমকির মুখে। বিদেশী কোম্পানীগুলোর বিভিন্ন ষড়যন্ত্র ও সিন্ডিকেটের কাছে দেশীয় চাষীরা আজ জিম্মি হয়ে পড়েছে। কঠোর পরিশ্রম করেও তামাকের ন্যায্য মূল্য তারা পাচ্ছেন না। বিদেশী কোম্পানির চক্রান্তে কমমূল্যে তারা সিন্ডিকেটের কাছে তামাক বিক্রি করতে বাধ্য হন। একসময়ে বৃহত্তর রংপুরসহ দেশে হাতেগোনা কয়েকটি কোম্পানি তামাক ক্রয় করতো। তখন আমরা ন্যায্যমূল্য পেতাম। কিন্তু বর্তমানে বিদেশী কোম্পানির চক্রান্তে আমরা প্রান্তিক চাষীরা অসহায় হয়ে পড়েছে। কোটি কোটি টাকা বিদেশী কোম্পানিগুলো সিন্ডিকেটের মাধ্যমে বিদেশে পাচার করছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করছি। তামাক শিল্প নিয়ে যে ষড়যন্ত্র চলছে, তামাক চাষীদের সাথে যে অন্যায়-অবিচার চলছে তার জন্য আমরা আজ অনশনে বসেছি৷ প্রত্যেক কৃষকের জন্য আলাদা রেজিষ্ট্রেশনের ব্যবস্থা করা হোক যাতে আমাদের উৎপাদিত পণ্য ন্যায্যমূল্যে আমরা বিক্রয় করতে পারি। ‘দেশীয় তামাক চাষী কল্যাণ সমিতি’র আহবায়ক মাসুদার রহমান বলেন, ২০১৭-১৮ সালে তামাক নিয়ে যে নীতিমালা করা হয়েছিলো তা বাস্তবায়ন হয়নি। আমরা চাই দেশীয় শিল্পের জন্য পৃথক নীতিমালা তৈরি করা হোক। একসময়ে বিদেশী কোম্পানি এদেশে নীল চাষ করে যেভাবে কৃষকদের সাথে অন্যায় অবিচার করতো আজ একই কায়দায় বিদেশী কোম্পানীগুলো আমাদের সাথে অবিচার করছে। কোটি কোটি টাকা তারা এদেশ থেকে নিয়ে যাচ্ছে। আমরা এসব ষড়যন্ত্র প্রতিহত করতে আজ অনশনে নেমেছি। এসময় সরকারের সুদৃষ্টি কামনা করেন তিনি। এসময় চাষীরা দেশীয় তামাক শিল্প রক্ষায় বিভিন্ন শ্লোগান দেন। দাবি পুরণ না হলে আমরণ অনশনের ঘোষণা দেন তারা। অনশনে রংপুর অঞ্চলের বিভিন্ন এলাকার দেশীয় তামাক চাষীরা অংশগ্রহণ করেন।
Leave a Reply