শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৭:২৫ অপরাহ্ন

করোনা পরিস্তিতির কারনে দিনাজপুর বাণিজ্য মেলা স্থগিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১৩ মার্চ, ২০২১
  • ২২৪ বার পঠিত

সাহেব, দিনাজপুর:  বর্তমান করোনা পরিস্তিতিতে স্বাস্থ্য ঝুকির কথা বিবেচনায় এনে দিনাজপুর জেলা করোনা প্রতিরোধ কমিটি বাণিজ্য মেলার সকল কার্যক্রম স্থগিত করেছে। সেই সাথে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনগনকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য পরামর্শ দিয়েছেন। ১৩ মার্চ শনিবার বিকেলে জেলা প্রশাসন সম্মেলন কক্ষ্যে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্বান্ত হয়। সভায় প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন করোনা সংক্রমনের হার উর্ধ্বমুখী হওয়ায় সর্তকতা হিসেবে বাণিজ্যমেলা করা যাবে না। স্বাস্থ্য বিভিাগের সাম্প্রতিক নির্দেশনা মেনে বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। হুইপ বলেন স্বাস্থ্য বিভাগ থেকেও এ মুহুর্তে মেলা বা বড় ধরনের জনসমাগমএর উপর নিষেধাজ্ঞা রয়েছে। জনগনের স্বার্থে বাণিজ্যমেলার কার্যক্রম আপাতত স্থগিত করা হলো। প্রতিরোধ কমিটির সভাপতি জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর সভাপতিত্বে কমিটির উপদেষ্টা সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ,জেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বলেন মানুষের জীবন বড়। জীবিকা নয়। গতকয়েক দিনে করোনা আক্রান্তের হার বেড়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী শুধু মেলা নয় জনসমাগম এড়িয়ে চলতে হবে। প্রতিরোধ কমিটির সভাপতি জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর সভাপতিত্বে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা,জেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বলেন মানুষের জীবন বড়। জীবিকা নয়। গতকয়েক দিনে করোনা আক্রান্তের হার বেড়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী শুধু মেলা নয় জনসমাগম এড়িয়ে চলতে হবে। এ ছাড়া বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক শরিফুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, দিনাজপুর সিভিল সার্জন ও প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক ডাঃ আব্দুল কুদ্দুস, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, দিনাজপুরের চেম্বারের সভাপতি সুজাউর রব চৌধুরী, সাবেক সভাপতি মোছাদ্দেক হোসেন, দিনাজপুর বিএমএর সভাপতি ডাঃ বিকে বোস, চেম্বারের পরিচালক ও মেলা কমিটির আহবায়ক মিজানুর রহমান পাটোয়ারী বাবু প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com