নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর ।- দ্বিতীয় ধাপে দিনাজপুরে করোনাভাইরাসে আক্রান্তের দুই শতাংশ। গত ২৪ ঘন্টায় নতুন করে ১ জন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত করোনা ভাইরাসে জেলায় মোট আক্রান্ত ৪৭৩২ জন। তবে পুরো জেলায় এ পর্যন্ত প্রথম ডোজ টিকা গ্রহণ করেছেন ৮৬ হাজার ৬৭১ জন ব্যক্তি। ১৪ মার্চ রবিবার এ তথ্য নিশ্চিত করেছেন দিনাজপুরের সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুস। তবে শনিবার (১৩ মার্চ) আক্রান্ত না থাকায় শুন্য শতাংশ বলছেন তিনি। তিনি জানান, গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৫০ জনের। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন একজন। এ পর্যন্ত দিনাজপুর জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৪৭৩২ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন ৭ জন। হোম আইসোলশনে রয়েছেন ১৬ জন আর হাসপাতালে ভর্তি আছেন ৬জন। তবে এ পর্যন্ত পুরো জেলায় মৃত্যুবরণ করেছেন ১০০ জন। আর আক্রান্তের বিপরীতে এ পর্যন্ত সুস্থ্য হয়েছেন ৪৬১০ জন ব্যক্তি। সিভিল সার্জন জানিয়েছেন, দিনাজপুর জেলায় আজ রবিবার পর্যন্ত কোভিড ১৯ এর প্রথম টিকা গ্রহণ করেছেন মোট ৮৬ হাজার ৬৭১ জন ব্যক্তি।
Leave a Reply