শনিবার, ১৭ মে ২০২৫, ০৩:৪৭ পূর্বাহ্ন

পার্বতীপুরে ইউপি স্বাস্থ্য কমপ্লেক্সের জায়গা জোর পূর্বক দখলের অভিযোগ

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ২০০ বার পঠিত

এম এ আলম বাবলু, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: সরকার স্বাস্থ্যসেবা জনগণের দৌঁড়গোড়ায় পৌঁছে দিতে ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি ক্লিনিক, পরিবার পরিকল্পনা কেন্দ্র স্থাপন করেছে। কিন্তু এক শ্রেণীর ভূমি দস্যু ব্যক্তি স্বার্থে জনগণের সেবার কথা চিন্তা না করে সরকারী স্থাপনার জায়গা জমি জোর পূর্বক দখল করে নিচ্ছেন। এ ধরনের একটি ঘটনা ঘটেছে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের পূর্ব হোসেনপুর মৌজায়। এ মৌজায় অবস্থিত ইউপি স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের পেছনের ফাকা জায়গা জনৈক ব্যক্তি জবর দখল করে নিয়েছে। এ ব্যাপারে এলাকাবাসী আজ মঙ্গলবার দুপুরে একটি গণস্বাক্ষরকৃত অভিযোগ জেলা প্রশাসক বরাবর জমা দিয়েছেন। অভিযোগ পত্রটির অনুলিপি দেওয়া হয়েছে সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগে। অভিযোগে বলা হয়েছে, পার্বতীপুর উপজেলাধীন ১০নং হরিরামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের পূর্ব হোসেনপুর মৌজায় একটি ইউপি স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের পিছনের ফাকা জায়গা জনৈক প্রভাবশালী ব্যক্তি জবর দখল করে দোকান-ঘর নির্মান করছে। স্বাস্থ্য কমপ্লেক্সের জায়গায় দোকান-ঘর নির্মানে বাধা প্রদান করায় এলাকাবাসীকে বিভিন্ন ধরনের ভয়-ভীতি প্রদর্শন করছেন জমি দখলকারী। এ ব্যাপারে যোগাযোগ করা হলে, অন্যতম অভিযোগকারী মোঃ জাহেদুল হক জানান, ইউপি স্বাস্থ্য কমপ্লেক্সের জায়গা জোরপূর্বক দখল করে দোকানপাট নির্মানের প্রতিবাদ জানিয়ে আমরা এলাকাবাসী জেলা প্রশাসক বরাবর আবেদন করেছি এবং উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট বিভাগে অনুলিপি দিয়েছি। তিনি এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com