বজ্রকথা প্রতিবেদক।- বর্ষীয়ান রাজনীতিবিদ সাবেক প্রধানমন্ত্রী ও উপ-রাষ্ট্রপতি, পল্লী কবি জসীম উদ্দিনের জামাতা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ১৬ মার্চ /২১ খ্রি” মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩০ মিনিটে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেনে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজেউন)। তার বয়স হয়েছিল ৮০ বছর। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ৩০ ডিসেম্বর রক্তে হিমোগেøাবিনের পরিমাণ হ্রাস ও বুকে ব্যথা অনুভব করলে মওদুদ আহমদকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গত ৭ জানুয়ারি তার হৃদযন্ত্রে স্থায়ী পেসমেকার বসানো হয়। গত ১ ফেব্রুয়ারি উন্নত চিকিৎসার জন্য মওদুদ আহমদ সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হন। সেখানে তার চিকিৎসা চলছিল। ফুসফুসে পানি জমার কারণে স্বাস্থ্যের অবনতি ঘটলে গত ৯ মার্চ তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয় এবং তার কিডনির ডায়ালাইসিসও শুরু করা হয়। মওদুদ আহমদের পাশে তার সহধর্মিণী হাসনা মওদুদ ছিলেন। মওদুদ আহমদের মৃত্যুতে দেশের বিশিষ্টজনরা শোক প্রকাশ করেছেন।এদিকে মওদুদ আহমদের মরদেহ কবে দেশে আনা হবে- তা এখনও চূড়ান্ত হয়নি। মওদুদ আহমদের পরিবার এবং বিএনপির নেতারা আলাপ-আলোচনা করে কবে মরদেহ দেশে আনা হবে। কোথায় তার দাফন করা হবে, সে ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বলে জানা গেছে।
Leave a Reply