রবিবার, ১৮ মে ২০২৫, ১২:২২ পূর্বাহ্ন

আ.লীগের অভ্যন্তরীণ কোন্দল সাবেক ছাত্র নেতার কবজি কর্তন

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১৭ মার্চ, ২০২১
  • ১৮৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।-কুড়িগ্রামে সন্ত্রাসী হামলায় হাত বিচ্ছিন্ন হয়ে যাওয়া কলেজ প্রভাষক ও জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান মিন্টুর অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে নেয়া হচ্ছে। তার ডান হাতের কবজি বিচ্ছিন্ন ছাড়াও বাম হাতের কবজি ঝুলে আছে। কেটে দেয়া হয়েছে দুই হাঁটুর নীচের রগও। এ ঘটনাকে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পন্থী বাঁধন বাহিনীর কাজ বলে অভিযোগ করেছেন মিন্টু ও তার স্বজনরা। প্রধানমন্ত্রীর কাছে এই হামলাকারীদের শাস্তি দাবি করেছেন তারা।
গত ১৬ মার্চ মঙ্গলবার দুপুর আড়াইটায় রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের পালপাড়া গ্রামে মোটরসাইকেলে যাওয়ার সময় হামলার শিকার হন কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি ও কুড়িগ্রাম মজিদা আদর্শ ডিগ্রি কলেজের প্রভাষক আতাউর রহমান মিন্টু। সন্ত্রাসীরা তার ডান হাতের কবজি বিচ্ছিন্ন করে দেয়। বাম হাতের কবজিও বিচ্ছিন্ন হওয়ার পথে। দুই পায়ের হাঁটুর নীচের রগও কেটে দেয় তারা। মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে তৃতীয় তলার ৩১ নং ওয়ার্ডে চিকিৎসা দেয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে চিকিৎসকরা ঢাকায় পঙ্গু হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেন। রাত সাড়ে ৭ টায় এম্বুলেন্সে যোগে (ঢাকা মেট্রো-ছ-৭১-১৫৮৪) তাকে ঢাকায় পাঠানো হয়। এম্বুলেন্সের ড্রাইভার ছলিম উদ্দিন জানান, আমি ঢাকা বক্ষ-ব্যাধি হাসপাতাল থেকে সোমবার রাতে রংপুর এসেছিলাম। এখন এই রোগীকে নিয়ে যাচ্ছি। আমাকে নির্দেশনা দেয়া হয়েছে, যেখানে রক্ত দেয়ার প্রয়োজন পড়বে সেখানে থামতে হবে।
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল অর্থ-সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডা. প্রফেসর সফিকুল ইসলাম বলেন, ওই প্রভাষকের ডান হাতের কবজি বিচ্ছিন্ন হয়েছে। আর বাম হাতের কবজিওটি ঝুলে ছিল। ওই হাতে অবস্থা সংকটাপন্ন। দুই হাঁটুর নীচের রগ কেটে দেয়া হয়েছে। সেগুলো অপারেশন করতে হবে। আমরা প্রাথমিকভাবে তার রক্ত দেয়া সহ অন্যান্য সব বিষয়ে ট্রিটমেন্ট করেছি। আমরা মনে করেছি তার আরও উন্নত চিকিৎসা প্রয়োজন। সে কারণেই তাকে ঢাকা পুঙ্গ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। পরিবারের সদস্যরা সড়কপথে তাকে একটি এম্বুলেন্স যোগে ঢাকায় নিয়ে গেছেন।
চিকিৎসাধীন হামলার শিকার কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান, সাবেক এমপি জাফর-আলীর ভাগিনা আতাউর রহমান মিন্টু ( মঙ্গলবার সন্ধ্যা ৭ টায়) জানান, রাজারহাটের ছিনাই ইউনিয়নের পালপাড়ায় আমার বৃক্ষের প্রকল্পের দিকে যাচ্ছিলাম। তারা আমার পথরোধ করে হামলা চালায়। হামলাকারীরা কুড়িগ্রাম জেলার হাতকাটা বাহিনী হিসেবে পরিচিত। এই বাহিনীর প্রধান হলেন বাঁধন। তার গ্রুপের সবাই আমার ওপর হামলায় চালায়।তিনি আরো বলেন গত ২০১৯ সালের ডিসেম্বর মাসে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে আমান উদ্দিন আহমেদ মঞ্জু আসার পর এই হাতকাটা বাঁধন বাহিনী আরও বেপরোয়া হয়ে উঠে। আমি জেলা আওয়ামীলীগের সভাপতি জাফর আলীর গ্রুপ করার কারণেই তারা আমার ওপর হামলাটি চালায়।
তিনি বলেন, ওরা যখন আমার ওপর হামলা চালায় তখন বলেছিল তোর এত-বড় কলিজা, তুই জাফর আলীর রাজনীতি করিস, এখন কুড়িগ্রাম আমান উদ্দিন আহমেদ মঞ্জু’র কথার ওপর চলবে, একথা বলতেছে আর তারা আমাকে চটাইতেছে। হামলাকারীরা যুবলীগের সমর্থক। ওদের দলীয় কোন পোস্ট নেই। ওরা হাতকাটা গ্রুপ নামে পরিচিত। এর আগেও ওরা একজনের হাত কেটে দিয়েছিল।
এ ঘটনায় নির্বাক মিন্টুর ৫ মাসের অন্ত:স্বত্বা স্ত্রী নওরিন। স্ত্রী ও ৫ বছরের কন্যা মুনের আহাজারিতে সবার চোখেই জল।এ ঘটনার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি পরিবারের সদস্যদের। নির্বাক হয়ে যাওয়া স্ত্রী এম্বুলেন্সের সামনে পঙ্গু স্বামীকে ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে ছিলেন। অস্ফুট স্বরে তিনি বলেন, প্রধানমন্ত্রী আমার স্বামীকে আপনি ভালো করে দেন। সন্ত্রাসীদের ফাঁসি দেন।মিন্টুর মা মনোয়ারা বেগম ছকিনা জানান, এটা মঞ্জু গ্রুপ করেছে। মঞ্জু গ্রুপের ছেলে বাঁধনরা আমার সোনার ছেলেটাকে পঙ্গু করে দিয়েছে।
কুড়িগ্রামের পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা জানান, হামলার শিকার আহত মিন্টুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুুতি চলছে। পাশাপাশি হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com