রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:১৩ অপরাহ্ন

মিয়ানমারে চলমান সহিংসতা বন্ধে বৌদ্ধ ভিক্ষুকদের আহবান

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
  • ২৫৩ বার পঠিত

মিয়ানমারের বিক্ষোভকারীদের ওপর চলমান সহিংসতা বন্ধে জান্তা সরকারের প্রতি আহবান জানিয়েছেন ভিক্ষুরা। ফেব্রæয়ারিতে সেনা অভ্যুত্থানের পর থেকে ‘সশস্ত্র সংখ্যালঘু’ একটি গোষ্ঠী নিরীহ বেসামরিকদের ওপর নির্যাতন ও হত্যা করছে বলে অভিযোগ করেন তারা। দেশটির ভিক্ষুদের সবচেয়ে বড় অ্যাসোসিয়েশন ‘দ্য স্টেট সংঘ মহানায়ক কমিটি’ মিয়ানমারের ধর্মবিষয়ক মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বৃহস্পতিবার চূড়ান্ত বিবৃতি প্রকাশের পরিকল্পনা করেছে বলে এক ভিক্ষু জানান। মিয়ানমারের রাজনীতিতে বরাবরই ভিক্ষুদের সক্রিয় ভূমিকা রয়েছে। ২০০৭ সালে সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলনের সময় তারা বড় ভূমিকা পালন করেন। সে সময় এই আন্দোলন তীব্র না হলেও গণতান্ত্রিক সংস্কারে এটি সহায়তা করেছিল। গত ১ ফেব্রুয়ারি এক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের নির্বাচিত সরকারকে উৎখাত করে রাষ্ট্রক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। এরপর থেকে দেশটিতে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ চলছে। চলমান এই বিক্ষোভে এখন পর্যন্ত ১৮০ জনের বেশি নিহত হয়েছেন।সূত্র : রয়টার্স

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com