শনিবার, ১৭ মে ২০২৫, ০৯:২৫ পূর্বাহ্ন

পীরগঞ্জের চতরায় বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালন

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১
  • ২৪৩ বার পঠিত

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জে চতরায় ত্রাণ সমাজ কল্যাণ কেন্দ্রীয় উপ-কমিটির আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার রাতে এ উপলক্ষ্যে চতরাহাট বঙ্গবন্ধু চত্বরে অনুষ্ঠিত বিশেষ দোয়া, এতিমদের মাঝে উন্নতমানের বস্ত্র ও খাবার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তৃতা রাখেন স্পীকার ও পীরগঞ্জের এমপি ডঃ শিরীন শারমিন চৌধুরী। প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামীলীগের ত্রান ও সমাজকল্যাণ উপ-কমিটির এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে এসব জনকল্যাণ মূলক কাজে আওয়ামী লীগের নেতাকর্মীদের জনগনের পাশে থাকার আহবান জানান । চতরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাসান আলীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোনায়েম সরকার মানু, উপজেলা আওয়ামীলীগের সদস্য ও চতরা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ্ব গোলাম হোসেন মন্ডল, পীরগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও আওয়ামীলীগ থেকে নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী মাসুদ মিয়া, ইউনিয়ন আওয়ামীলীগ সহ সভাপতি প্রভাষক অনুপ কুমার রায়, সহ সভাপতি দায়রুল মিয়া, চতরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মামুন মিয়া, সাধারণ সম্পাদক সৈয়দ শাওন, চতরা শ্রমিকলীগের সভাপতি আলমগীর হোসেন প্রধান, যুবলীগ নেতা শাহজাহান প্রামাণিক, তোজাম্মেল হোসেন, জেনারুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা মতিয়ার রহমান, ছাত্রলীগ নেতা মনিন্দ্র রায়, রাজিব রায় প্রমুখ। এদিকে চতরা ইমাম বোখারী হিজবুল কোরআন এতিম খানা ও মাদ্রাসা, ইমাম বোখারী, শিশু সদন, সোনাতলা গোবিন্দপাড়া শাহ ইসমাইল গাজী রহমতুল্লাহ হাফিজিয়া মাদ্রাসা, পল্লী শিশু ক্লিনিক এতিম খানাসহ মোট ৫টি এতিমখানার ৫০ জন ছাত্রের মাঝে উন্নত মানের খাবার ও বস্ত্র বিতরণ করা হয় । শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের শাহাদত বরণকারী সকল সদস্যদের আত্মার মাগফেরাত করে বিশেষ মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com