শনিবার, ১৭ মে ২০২৫, ০৭:৪১ অপরাহ্ন

দিনাজপুরে ক্যান্সার রোগীসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগণের সহযোগিতা

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ২০ মার্চ, ২০২১
  • ২১১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর: দিনাজপুরের জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের একটি যুগান্তকারী কর্মসূচী বয়স্ক, বিধবা, দুঃস্থ্য, প্রতিবন্ধী, স্বামী পরিত্যেক্তা, মাতৃত্বকালীন ভাতাসহ বীরমুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা চালুকরণ। এর নজির বিশে^র কোন দেশে আছে বলে জানা নেই।

তিনি বলেন, সুবিধা বঞ্চিত, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতেই সরকারের বিভিন্ন সহায়তা কর্মসূচী সুষ্ঠুভাবে প্রদান করা হচ্ছে।

জেলা প্রশাসক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ক্যান্সারসহ বিভিন্ন রোগীদের এবং সমতল ভূমিতে বসবাসরত অনাগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী (আদিবাসী)’র আর্থ সামাজিক ও জীবন মান উন্নয়নের লক্ষ্যে বকনা বাছুর (গরু) বিতরণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সাফল্যের আরও একটি দিক।

স্বাস্থ্যবিধি মেনে ২০ মার্চ শনিবার দুপুরে সদর উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে সমাজসেবা কার্যালয় ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সহযোগিতায় ক্যান্সারসহ বিভিন্ন রোগী, অস্বচ্ছল দুঃস্থ এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগনের মধ্যে সরকারি সহযোগিতা বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএইচএম মাকফুরুল হাসান আব্বাসী এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রহিম। ভেটেরিনারী সার্জন ডা. মো. রেজওয়ানুর হক এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ্উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, প্রাণি সম্পদ অধিদপ্তর ঢাকার উপপ্রকল্প পরিচালক ডা. মো. আনোয়ার সাহাদৎ, উপজেলা ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সোহাগ, উপজেলা মহিলা ভাইস চেয়াারম্যান জেসমিন আরা জো¯œা, সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. শাহীনুজ্জামান। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মাজেদুর রহমান সরকার জুয়েল, পৌর কাউন্সিলর আব্দুল হানিফ দিলন ও আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সভাপতি রুবেন মুর্মু। বক্তব্যশেষে সমাজসেবার অধীনে ২৬জন ক্যান্সার রোগীর প্রত্যেককে ৫০ হাজার টাকা, নৃ-গোষ্ঠী ১২ জনের প্রত্যেককে ৫ হাজার টাকা, ভিক্ষুক পুনর্বাসনের লক্ষ্যে ৪ জনের প্রত্যেকে একটি করে গরু এবং মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে দিনাজপুর সদর উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার ৫৬ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী (আদিবাসী) দের মাঝে বকনা বাছু (গরু) বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। অনুষ্ঠান শেষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্থাপিত মুজিব কর্ণার পরিদর্শন করে অভিভূত হোন জেলা প্রশাসক।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com