ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা।- গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জমির বিরোধের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন; আহত হয়েছেন অন্তত ১৫ জন।সোনারায় ইউনিয়নের পশ্চিম বৈদ্যনাথ গ্রামে শুক্রবার এই সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে। নিহত মোসলেম উদ্দিন (৭২) উপজেলার পশ্চিম বৈদ্যনাথ গ্রামের বাসিন্দা। আহতদের মধ্যে রয়েছেন মোসলেম উদ্দিনের ছেলে মন্জু মিয়া (৩৫), পশ্চিম বৈদ্যনাথ গ্রামের মোকছের আলী (৫০), মোজাম্মেল হক (৫৫), আলম মিয়া (৪০), আনজু মিয়া (৩৬) ও বাবলু মিয়া (২৬)। তাদের সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপে-ক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
Leave a Reply