নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।- দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় অযত্ন আর অবহেলায় দীর্ঘদিন ধরে পড়ে আছে শহীদ বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদের নাম ফলক। নবাবগঞ্জ উপজেলা সদরে মহিলা কলেজ মোড়ে দলারদরগা সড়কে একটি বিদ্যুতের খুটির গোড়ায় প্রায় এক বছর ধরে নাম ফলকটি পড়ে আছে। স্থানীয়রা জানান প্রায় বছর খানেক পূর্বে সড়কের ধারে ড্রেন নিমার্ণের সময় শহীদ বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদের নামের নাম ফলকটি তুলে রাখা হয়। সেই খেকে আজ অবদি সেখানেই রয়েছে। বিষয়টি নিয়ে বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী তালুকদারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান বিষয়টি তার জানা আছে। এমন কি উপজেলা নির্বাহী অফিসারকে জানিয়েছেন। নতুন করে অরও ২৮টি নাম ফলক করা হবে। এর জন্য সব কিছু প্রায় চুড়ান্ত। ওই ২৮ নাম ফলকের সাথে অবহেলায় পড়ে থাকা নাম ফলকটি ঠিক করে দেয়া হবে।
Leave a Reply