রবিবার, ১৮ মে ২০২৫, ০৪:৫২ অপরাহ্ন

ফটো সাংবাদিক ইউসুফ আলীর পিতার আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২৬ মার্চ, ২০২১
  • ২৯৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।- দৈনিক পত্রালাপের স্টাফ ফটো সাংবাদিক ও দৈনিক আমাদের অর্থনীতি, দ্যা ডেইলি আওয়ার টাইম এর দিনাজপুর জেলা প্রতিনিধি শহরের ২নং ওয়ার্ড চাউলিয়াপট্টি নিবাসী মোঃ ইউসুফ আলীর পিতা সিদ্দিকুর রহমানের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। ২৬ মার্চ শুক্রবার জুম্মার নামাজ শেষে দিনাজপুর শহরের শিক্ষা দপ্তর জামে মসজিদে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এস.এম শাহীনুর রহমান, অবসরপ্রাপ্ত উপ সহকারী প্রকৌশলী মোঃ আবুল কাশেম, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব মোঃ ওয়াহেদুল আলম আর্টিস্ট, সাধারন সম্পাদক মোঃ শাহীন হোসেন, সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আশরাফুল আলম, চিকিৎসক ডাঃ মোঃ জামিল আহমেদ, দৈনিক আজকের প্রতিভা’র ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আকমরাম হোসেন বাবলু, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক নির্বাহী সদস্য মোঃ আবু সাঈদ ও মোঃ আরিফুল আলম পল্লব, বেসরকারি উন্নয়ন সংস্থা আশা সুলতানপুর ব্রাঞ্চের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মোঃ আরশাদ জলিল সোনা, বাংলাদেশ শিক্ষক সমিতি (বাকশিস) দিনাজপুর জেলা শাখার সাধারন সম্পাদক প্রভাষক মোঃ আতিকুর রহমান নিউ, বালুবাড়ী শেখপুরার স্থানীয় সমাজসেবক মোঃ বেলাল হোসেন, নতুন প্রজন্ম সাহিত্য সংসদের সাধারন সম্পাদক মোঃ মামুনুর রহমান জুয়েল, সাপ্তাহিক কর্মসন্ধান পত্রিকার সম্পাদক মুহাম্মদ কামারুজ্জামান, দৈনিক পত্রালাপ পরিবারবর্গ, সাংবাদিকবৃন্দ, আইনজীবী, মুসল্লিবৃন্দ, মরহুমের পরিবারের আত্মিয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্খিবৃন্দসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। দোয়া মাহফিল পরিচালনা করেন শিক্ষা দপ্তর জামে মসজিদে ইমাম মোঃ সোহেল রানা। অপরদিকে চাউলিয়াপট্টিস্থ মরহুমের নিজ বাসভবনে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উল্লেখ্য, গত ২২ মার্চ সোমবার রাত আনুমানিক সাড়ে ৮টায় দিনাজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফটো সাংবাদিক ইউসুফ আলীর পিতা সিদ্দিকুর রহমান মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ পুত্র (সাংবাদিক ইউসুফ আলী, বাবলা, সজিব, রনি, রকি), ৪ কন্যা (কোহিনুর, জেমি, জবা, সোভা), নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com