পীরগঞ্জ প্রতিনিধি।- বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি রাজশাহীর কাটাখালীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পীরগঞ্জের ১৭জন বাসিন্দা নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। স্পীকার নিহত সকলের রুহের মাগফেরাত কামনা এবং শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। উল্লেখ্য, গত ২৬ মার্চ শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে রাজশাহীর কাটাখালীতে বাসের সাথে মাইক্রোবাস ও লেগুনার ত্রিমুখী সংঘর্ষে ১৭ জন নিহত হয়। তারা সকলে রংপুরের পীরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা। এর মধ্যে রামনাথপুর ইউনিয়নের বড় মহাজিদপুর গ্রামের একই পরিবারের ৫ জন, রাজারামপুর গ্রামের ৫ জন, রায়পুর ইউনিয়নের দ্বাড়িকাপাড়া গ্রামের একই পরিবারের ২ জন ও পৌর এলাকার প্রজাপাড়ার একই পরিবারের ৩ জনসহ ১৭ জন নিহত হয়েছেন।
Leave a Reply