রবিবার, ১৮ মে ২০২৫, ০২:১৭ অপরাহ্ন

সড়ক দূর্ঘটনায় নিহত ১৭ জনের কবর প্রস্তুত লাশের জন্য অপেক্ষায় স্বজনরা

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ২৭ মার্চ, ২০২১
  • ২২৩ বার পঠিত

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।- রাজশাহীর কাটাখালি থানার সামনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ১৭টি লাশের অপেক্ষায় রয়েছে পীরগঞ্জের সাড়ে ৪ লাখ মানুষ। পরিবারের পক্ষ থেকে কবর খননও করা হয়েছে। এতো মানুষের মৃত্যু একসাথে আগে কখনো দেখেনি পীরগঞ্জবাসী। লাশ এলে শনিবার রাত ১০টার দিকে পীরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জানাযা হবে। উল্লেখ্য, ২৬ মার্চ/২১ খ্রি: শুক্রবার সকালে পীরগঞ্জ থেকে রাজশাহীতে পিকনিকের উদ্দেশ্যে হায়েস-মাইক্রোবাস নিয়ে ৬ পরিবারের (চালকসহ) ১৮ জন যায়। বেলা ২টার দিকে রাজশাহীর কাটাখালি থানার সামেন হায়েসটির সাথে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে ৬ জন সহ ১৭ জন নিহত হন। নিহতরা হলেন, উপজেলার রামনাথপুর ইউনিয়নের মহজিদপুর গ্রামের ফুল মিয়ার পরিবারের ফুল মিয়া (৪০), তার স্ত্রী নাজমা বেগম (৩৫), ছেলে ফয়সাল মিয়া (১৫), মেয়ে সুমাইয়া (৭) ও ছোট মেয়ে সাজিদা (৩); একই ইউনিয়নের দুরামিঠিপুর গ্রামের সাইদুর রহমান (৪৫), চৈত্রকোল ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের সালাউদ্দিনের পরিবারের সালাউদ্দিন (৩৯), স্ত্রী শামছুন্নাহার (৩২), শ্যালিকা কামরুন্নাহার বেগম (২৫), ছেলে সাজিদ (১০) ও মেয়ে সাবাহ খাতুন (৩); পীরগঞ্জ পৌরসভার প্রজাপাড়ার মোটর সাইকেল মেকার তাজুল ইসলাম ভুট্টোর পরিবারের ভুট্টু (৪০), স্ত্রী মুক্তা বেগম (৩৫), ছেলে ৮ম শ্রেনীর ছাত্র ইয়ামিন (১৪); রায়পুর ইউনিয়নের দ্বাড়িকাপাড়া গ্রামের মোকলেছার রহমানের পরিবারের ৩ সদস্য মোকলেছার রহমান (৪০), স্ত্রী পারভীন বেগম (৩৫) এবং মাইক্রোবাস চালক পৌরসভার পঁচাকান্দর গ্রামের হানিফ মিয়া ওরফে পঁচা (৩০) নিহত হন। মোকলেছার রহমানের কলেজ পড়ুয়া ছেলে পাভেল মিয়া (১৮) এখনো রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। অপরদিকে সড়ক দুর্ঘটনায় নিহতদের জন্য উল্লেখিত গ্রামগুলোতে শোকের মাতম চলছে। লাশের অপেক্ষায় রয়েছেন পীরগঞ্জের সাড়ে ৪ লাখ মানুষ। একসাথে এতো মানুষের মৃত্যু দেখেনি পীরগঞ্জবাসী। লাশগুলো কবরস্থ করতে মহজিদপুরে ফুল মিয়ার পরিবারের সদস্যদের জন্য ৫ টি কবর, পীরগঞ্জ কেন্দ্রীয় কবরস্থানে মেকার ভুট্টুর পরিবারের জন্য ৩টি, রাঙ্গামাটিতে ১টি, রাজারামপুরে ৪টি, দুরামিঠিপুরে ১টি কবরসহ ১৭টি কবর খনন করে রাখা হয়েছে। এ দিকে রাজশাহী থেকে লাশগুলো আসতে দেরী হওয়ার কারণ হিসেবে জানা গেছে, ৬টি লাশের পরিচয় পাওয়া যায়। আর ১১ টি লাশ পুড়ে যাওয়ায় দেহ বিকৃত হয়েছে। ফলে লাশের পরিচয় নিশ্চিত হতে ডিএনএ টেষ্টের প্রস্তুতি নেয় রাজশাহীর কাটাখালি থানা ও রাজশাহীর হাসপাতাল কর্তৃপক্ষ। যে কারণে লাশ আসতে অনেক দেরি হয়। এ ব্যাপারে রাজশাহী মেট্রো পলিটন পুলিশের ডিআইজি আবু কালাম সিদ্দিক বলেন, লাশগুলোর স্বজনরা এসে লাশের পুড়ে যাওয়া কাপড়, হাতের জমজ আংগুল এবং লাশের শরীরের আকৃতি দেখে পরিচয় নিশ্চিত করায় ডিএনএ টেষ্ট করা হয়নি। তাই দ্রæতই লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা সম্ভব হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৫ টার দিকে রাজশাহী থেকে ট্রাকযোগে লাশ গুলো বাক্সে করে পীরগঞ্জের উদ্দেশ্যে পাঠানো হয় বলে নিহতদের পরিবারের স্বজনরা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com