পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি।- গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার নুর আলম শেখ (৪৫) ও শেফালি বেগম (৩০) দম্পতির সংসারে দুই প্রতিবন্ধী ছেলেকে নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। বড় ছেলে শিপন (১৫) জন্মের পর থেকেই ধিরে ধিরে হাত পা চিকন হয়ে যাওয়ায় এক পর্যায়ে তাঁর হাটাচলা বন্ধ হয়ে গেছে। নুর আলম শেখের বাড়ি পলাশবাড়ি উপজেলার মনোহরপুর ইউনিয়নের কুমারগাড়ী গ্রামের কানিপাড়ায়। পেশায় একজন দিন মজুর। নি:স্ব পরিবারটি সরকারের হতদরিদ্রদের তালিকায় নাম না থাকায় ১০ টাকা দরে চালও পায় না। নেই প্রতিবন্ধী দুই ছেলের একটি হুইল চেয়ার। তাদের জন্য ২ টি হুইল চেয়ার ও একটু আর্থিক সহায়তা প্রয়োজন। সরেজমিনে গিয়ে নুর আলমের বাড়িতে গিয়ে দেখা যায়, শারিরীক প্রতিবন্ধী দুই ছেলে ঝুপড়ি ঘরে বসে আছে মাটিতে। ছোট ছেলে রিপন ও বড় ছেলে শিপন। অসহায় পিতা নুর আলম শেখ জানান, দুই ছেলের সাধ্যমত চিকিৎসা করেছেন। বড় ছেলে শিপন শেখ সপ্তম শ্রেনিতে পড়ে। আগে একটি হুইল চেয়ার ছিল, তা নষ্ট হয়ে গেছে, ফলে কোলে করে নিয়ে শুধু বিদ্যালয়ে নয় সব জায়গাতে নিয়ে যেতে হয়। দুই ছেলেকে হুইল চেয়ার কিনে দেয়ার সার্মথ নেই। তাই দুইটি হুইল চেয়ার পেলে কিছুটা স্বাভাবিক চলাচল করতে পারবে তার দুই সন্তান। বিষয়টি দেখা দরকার।
Leave a Reply