রবিবার, ১৮ মে ২০২৫, ০৩:৩৩ অপরাহ্ন

শোকে স্তব্ধ ৫ গ্রামের মানুষ স্মরণকালে এ রকম শোক নেমে আসেনি পীরগঞ্জবাসীর জীবনে

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ২৭ মার্চ, ২০২১
  • ২৪৯ বার পঠিত

হারুন উর রশিদ সোহেল।- গত ২৬ মার্চ শুক্রবার রাজশাহীর কাটাখালীতে বাসের সঙ্গে সংঘর্ষের পর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মাইক্রোবাসে আগুন ধরে যায়। এতে সাত শিশুসহ ১৭ জনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিরা সবাই রংপুরের পীরগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। সেই ১৭ জনের দাফন হবার কথা রয়েছে শনিবার রাতে। স্মরণকালে এ রকম শোক নেমে আসেনি পীরগঞ্জবাসীর জীবনে। শোকে যেন স্তব্ধ হয়ে গেছে পীরগঞ্জের পাঁচটি গ্রাম। সবাই ব্যস্ত স্বজনদের মরদেহ কোথায় রাখা হবে, কখন দাফন হবে তা নিয়ে। মরদেহ আনতে স্বজনরা গেছেন রাজশাহী। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে আগুনে পোড়া মরদেহ। শনিবার বিকেল ৩টার দিকে নিহতদের পরিবারের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করে রাজশাহী মেট্রোপলিটনের কাটাখালি থানা পুলিশ। পীরগঞ্জের দাড়িতপাড়ার ১৯ বছর বয়সী পাভেল হারিয়েছে তারা বাবা মোখলেছার রহমান ও মা পারভীনকে। পাভেলের অবস্থা শঙ্কামুক্ত নয়। তিনি রাজশাহী মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। চৈত্রকোল রাঙ্গামাটি এলাকার ইয়াসিন আলী হারিয়েছেন ছেলে সালাউদ্দিন, পুত্রবধূ সামছুন্নাহার, আট বছরের নাতি সাজিদ ও দুই বছরের নাতনি সাফাকে। নিহত ব্যক্তির তালিকায় আরও আছেন বড় মজিদপুর এলাকার ফুলু মিয়া, তার স্ত্রী নাজমা বেগম, মেয়ে সাবিয়া, সুমাইয়া ও ছেলে ফয়সাল; প্রজাপাড়ার তাজুল করিম ভুট্টু, তার স্ত্রী মুক্তা বেগম, ছেলে ইয়াসিন; বড় রাজারামপুর এলাকার কামরুন্নাহার, দুরামিঠিপুর এলাকার শহিদুর ইসলাম এবং থানাপাড়ার হানিফ উদ্দিন পচা। পীরগঞ্জ থানা পুলিশের এসআই সুদীপ্ত শাহীন বলেন, ‘মাইক্রোবাসে থাকা ছয় পরিবারের মধ্যে দুটি পরিবারের স্বামী, স্ত্রী, সন্তান সবাই নিহত হয়েছে।’নিহত ফুলু মিয়ার ছোট ভাই সুজন মন্ডল বলেন, ‘পরিবারের সবার সঙ্গে কথা বলে ভাই, ভাবিসহ পাঁচটি কবর একসঙ্গে করার কথা ভাবছি আমরা। সবাইকে পাশাপাশি রাখা হবে। সেটা বাড়ির পাশে না কবরস্থানে করা হবে এখনও সিদ্ধান্ত নিতে পারিনি।’ছেলের পরিবারের সবাইকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন বৃদ্ধ ইয়াসিন আলী। বাড়ির পাশেই দাফন করা হবে তার অতি আপন মানুষদের।পীরগঞ্জ থানার ওসি সরেশ চন্দ্র সরকার বলেন, ‘যাদের চেনা যায়নি তাদের ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করেছে রাজশাহী পুলিশ। লাশ আসলেই দাফন করা হবে। সব ধরণের প্রস্তুুতি নেয়া রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com