সোমবার, ১৯ মে ২০২৫, ১২:২২ পূর্বাহ্ন

পার্বতীপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের বিএড এর জাল সনদে প্রধান শিক্ষক!

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ২৮ মার্চ, ২০২১
  • ২৬৬ বার পঠিত

এম এ আলম বাবলু পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের পার্বতীপুর শহরের পাবলিক উচ্চ বিদ্যালয়ে বিএড এর জাল সনদপত্রে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন মানিক কুমার রায়। ঘটনাটি আমলে নিয়ে বিদ্যালয় পরিচালনা কমিটি আজ রবিবার দুপুরে কৈফৎ তলবের মাধ্যমে ৭ দিনের মধ্যে মূল সনদপত্র জমাদানের জন্য সময় নির্ধারন করে দিয়েছেন। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জানা গেছে, পার্বতীপুর উপজেলার ৫নং চন্ডিপুর ইউনিয়নের বছিরবনিয়া গ্রামের জনৈক প্রফুল্ল কুমার রায়ের পুত্র মানিক কুমার রায় ২০০০ সালে পার্বতীপুর শহরের বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ে কাব্যতীর্থ শিক্ষক পদে যোগদান করে। ২০০১সালে তিনি এমপিও ভুক্ত হন। তার ইনডেক্স নম্বর-৫৬১৪২৪। ২০০৭ সালে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত পার্বতীপুর বিএড কলেজ থেকে বিএড পরীক্ষা দিয়ে ইংরেজী বিষয়ে অকৃতকার্য হন। ২০১২ সালে তিনি ঐ বিদ্যালয়ে বিএড সনদপত্র জমা দিয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। সেখানে তিনি ৭ বছর একই পদে কর্মরত ছিলেন। পরবর্তীতে তিনি ২০১৯ সালের ১৩ই ডিসেম্বর সেখান থেকে পদত্যাগ করে পার্বতীপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ে একই সালের ১৪ই ডিসেম্বর প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। প্রধান শিক্ষত হিসেবে নতুন কর্মস্থলে মানিক কুমার রায় যোগদানের পর এমপিও ভুক্তির জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর রংপুর অঞ্চলের উপ পরিচালকের কাছে অনলাইনে আবেদন করেন । উপপরিচালক তার কাগজপত্র যাচাইকালে বিএড পাশের সনদপত্রটি জাল বলে নিশ্চিত হন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে মানিক কুমার রায়ের বিএড পাশের ফল দেখতে না পেয়ে ফাইলটি প্রত্যাখ্যান করেন। এ ব্যাপারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর রংপুর অঞ্চলের উপ পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ আক্তারুজ্জামান বলেন, পার্বতীপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে মানিক কুমার রায় ৩ বার এমপিও ভুক্তির জন্য অনলাইনে আবেদন করেছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে তার বিএড পাশের ফল দেখতে না পাওয়ায় ৩ বারই ফাইল প্রত্যাখ্যান করা হয়। তিনি আরো বলেন তার এমপিও পাওয়ার কোন সম্ভাবনা নেই বরং পূর্ববর্তী কর্মস্থলের বেতন ভেরত দিতে হবে এবার। এ ব্যাপারে আজ রবিবার দুপুরে যোগাযোগ করা হলে পার্বতীপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি সাবেক পৌর চেয়ারম্যান আব্দুল ওয়াব সরকার বলেন, ঘটানিট জানতে পেরে তা আমরা আমলে নিয়েছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা স্বরুপ আজ ২৮শে মার্চ কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক কুমার রায়কে আগামী ৭ দিনের মধ্যে বিএড এর মূল সনদপত্র জমা দেওয়াসহ তার বিরুদ্ধে আনিত অভিযোগের জবাব দেওয়ার জন্য কৈফত তলব পত্র দেওয়া হয়েছে।ঘটনার ব্যাপারে বিস্তারিত জানার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক কুমার রায়ের সাথে মুঠোফোনে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি মোবাইল ফোন রিসিভ তার মতামত নেওয়া সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com