জেলা প্রতিনিধি, গাইবান্ধা।- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর বিরোধী বিক্ষোভে নেতাকর্মী নিহত হওয়ার প্রতিবাদে গাইবান্ধায় সকালে হরতালের সমর্থনে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকমীরা শহরের বড় মসজিদ এলাকা থেকে মিছিল বের করলে তাতে বাধা দেয় পুলিশ। এ সময় তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়া হয়। এছাড়া অনাকাঙ্খিত পরিস্থিতি মেকাবেলায় শহরের গুরুত্বপূর্ন সড়কগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সকাল থেকে শহরে যানবহন স্বাভাবিক থাকলেও বন্ধ রয়েছে অনেক ব্যবসা প্রতিষ্ঠান।
Leave a Reply