উত্তম সরকার; বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরের মির্জাপুর-রানীরহাট সড়কে ডাকাতি, ছিনতাই বন্ধের দাবিতে স্থানীয় লোকজনের উদ্যোগে ২৮ মার্চ রোববার বিকেল সাড়ে ৫ টায় ব্র্যাক বটতলা এলাকায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।আব্দুল হান্নানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, আলহাজ্ব মাওলানা নুর মোহাম্মাদ, মুফতি ফাহিম উদ্দিন, মাওলানা আফজাল হোসেন, রফিকুল ইসলাম, ওমর ফারুক, আলহাজ¦ আব্দুল কাদের, আলহাজ্ব কোরবান আলী, ওসমান গণি, মানিক উদ্দিন, মোখলেছুর রহমান, সাহেব আলী সহ এলাকার প্রায় ৪০০ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, মাঝে মধ্যেই মির্জাপুর-বিশালপুর সড়কে ডাকাতি, ছিনতাইয়ের ঘটনা দীর্ঘদিন ধরে আসছে। এতে আতংকিত হয়ে পরেছে এলাকার বিভিন্ন ধরনের ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ মানুষ। এই সড়কের দু’পাশের জঙ্গল ছেটে পরিস্কার করে সড়কে ল্যাম্প পোষ্টের ব্যবস্থা করতে হবে। বড় গাছগুলো কেটে ফেলতে হবে যাতে সড়কে গাছ ফেলে ডাকাতি, ছিনতাই করতে না পারে। সর্বপরি এই সড়কে পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন সহ উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি।এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, মানববন্ধন হয়েছে কি-না বিষয়টি জানা নাই। তবে ওই এলাকায় রাত্রীকালিন পুলিশ পাহারার ব্যবস্থা করা হয়েছে।
Leave a Reply