রবিবার, ১৮ মে ২০২৫, ০৬:৩৬ অপরাহ্ন

নবাবগঞ্জে হিসাবরক্ষণ অফিসারের অনিয়মিত অফিস সেবা গ্রহিতারা হয়রানীর শিকার

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১
  • ২৬৩ বার পঠিত

নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।- দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা হিসাব রক্ষন অফিসার মো. মুক্তার হোসেনের বিরুদ্ধে অনিয়মিত অফিস করার অভিযোগ তুলেছেন সেবা গ্রহিতারা। সেবা গ্রহিতারাগণ জানান উক্ত হিসাব রক্ষন অফিসার তার যোগদানের পর থেকে নিয়মিত অফিস করেন না। ফলে সেবা গ্রহিতারাগণ হয়রানির শিকার হচ্ছেন। বিরামপুরে তিনি তার নিজস্ব বিভিন্ন বাগান ও মাহমুদুল মাদারিস নূরানী কিন্টার গার্টেন নামে একটি শিক্ষা প্রতিষ্ঠানে বেশি সময় কাটান। সেবা গ্রহিতারা অভিযোগ তোলেন তার নিকট সেবা নিতে গিয়ে নানা ধরনের হয়রানির শিকার হতে হয়। নবাবগঞ্জ থেকে বদলী হয়ে অন্যত্রে যাওয়া একজন কর্মকর্তা জানান তার প্রায় ৫০ হাজার টাকার ভ্রমন ভাতার বিল দীর্ঘ দিনেও(নন ড্রয়াল) পাঠান নাই। কর্মকর্তাদের সাথে অশোভন আচরনের অভিযোগও তোলেন ভ’ক্তভোগিগণ। এমন কি অতিষ্ট হয়ে অনেকেই দলবদ্ধ হয়ে প্রতিকার পেতে তার অফিসে যান।উপজেলা পরিষদের বেশ কয়েকজন কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তারা ওই কর্মকর্তার বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন। বিষয়টি নিয়ে হিসাব রক্ষন অফিসার মুক্তার হোসেনের সাথে তার অফিসে সাক্ষাত করতে গেলে প্রায় এক মাসেও তার সাক্ষাত মিলেনি। শেষে ২৫ মার্চ তার অফিসে সাক্ষাত হলে তিনি তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ অস্বীকার করে বলেন তিনি ২ জায়গায় দায়িত্বে রয়েছেন। এছাড়াও সিনিয়রদের পিছনেও তাকে সময় দিতে হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com