বজ্রকথা ডেক্স।- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবী করেছেন, হেফাজতে ইসলামের সাম্প্রতিক কর্মসূচির সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই । ৩০মার্চ /২১ খ্রি:মঙ্গলবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ দাবি করেন। তিনি বলেন, ‘হেফাজতের এ কর্মসূচিগুলোর সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। সরকার যে হত্যাকান্ড ঘটিয়েছে, তার প্রতিবাদ আমরা করেছি। সভা-সমাবেশ করা বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক ও মৌলিক অধিকার।’ সংবাদ সম্মেলনে দলের সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, রিয়াজ উদ্দিন নসু, তাইফুল ইসলাম টিপু ও শায়রুল কবির খান প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply