এম এ আলম বাবলু, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে জংশন থেকে খুলনা অভিমূখে ছেড়ে যাওয়া যাত্রীবাহী রকেট মেইল ট্রেনের ধাক্কায় আলামিন (১৪) নামের এক কিশোর মারাতœক ভাবে আহত হয়েছে। আজ সকালে পার্বতীপুর উপজেলার ভবানীপুর রেলওয়ে স্টেশনের দক্ষিণ প্রান্তে এই দুর্ঘটনা ঘটে।পার্বতীপুর রেলওয়ে থানার ওসি আব্দুল্লাহ্্ আল মামুন জানান, খুলনা অভিমূখে ছেড়ে যাওয়া রকেট মেইল ট্রেনটি ভবানীপুর রেলওয়ে স্টেশন অতিক্রমকালে স্টেশনের দক্ষিণ প্রান্তে আলামিন নাম এক কিশোরকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই সে মারাত্মকভাবে আহত হয়। আহত অবস্থায় তাকে প্রথমে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সে পার্বতীপুর উপজেলার ভবানীপুর এলাকার শেরপুর গ্রামের মোঃ নুরুল ইসলামের পুত্র। সে সকালে বাড়ী থেকে ঘাস কাটার জন্য রেল পথ দিয়ে যাওয়ার সময় এ দূর্ঘটনা ঘটে। এসময় তার কানে ইয়ারফোন থাকায় সে ট্রেনের শব্দ শুনতে পায়নি। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
Leave a Reply