ফজিবর রহমান বাবু।- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, আমরা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তীর সন্ধিক্ষণ অতিক্রম করেছি এবং এই সময়টাতেই আমরা সেই সাম্প্রদায়িক শক্তির আস্ফালন দেখতে পেলাম। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৯৭৫ সালের ১৫ আগস্টে সপরিবারে হত্যা করার পর যে স্বৈরাচারী সরকার তখন ক্ষমতায় এসে তারা এই উগ্র মৌলবাদীদের রাজনীতি করার সুযোগ করে দেয়। যে সব জায়গা থেকে এই সকল উগ্র মৌলবাদী ব্যক্তিরা জন্ম হচ্ছে বা তাদের কর্মকান্ড পরিচালনা করছে সেসব জায়গা চিহ্নিত করে তাদেরকে সমূলে নিধন করতে হবে এবং মৌলবাদীদের বিরুদ্ধে নতুন যুদ্ধে নামতে হবে। ৪ এপ্রিল ২০২১ রোববার সন্ধায় কাহারোল উপজেলার ডাবোর ইউনিয়নে ডহচী ইসকন মন্দিরে ১৫টি বৈদ্যুতিক পাখা প্রদানকালে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজেন্দ্র দেব নাথ, জয়নন্দ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহন চন্দ্র রায়, ডাবোর ইউনিয়নের চেয়ারম্যান সত্যেজিৎ রায়,বঙ্গবন্ধু সৈনিক লীগ জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন, ডহচী ইসকন মন্দিরের অধ্যক্ষ গোবর্ধন ।প্রভুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
Leave a Reply