মোঃ আশরাফুল আলম, দিনাজপুর (ফুলবাড়ী) প্রতিনিধি।- দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা শিবনগর ইউপির পাঠক পাড়া গ্রামের শ্রী লক্ষীকান্ত দাসের পুত্র সুশান্ত চন্দ্র দাস রাজারামপুর গ্রামের সেরা চৌধুরীর মাছের পুকুর চুক্তিতে নেন। সেই পুকুর সুশান্ত চন্দ্র দাস মাছ চাষ করে আসছিল। গত ২০ মার্চ গভীর রাত্রিতে শিবনগর ইউপির রাজারামপুর গ্রামের ঐ পুকুরে কে বা কাহারা বিষ মিশিয়ে লক্ষাধিক টাকার বিভিন্ন প্রজাতির মাছ মেরে ফেলেন। সুশান্ত চন্দ্র জানান ১বছরের জন্য আমি রাজারামপুর গ্রামের সেরা চৌধুরীর নিকট থেকে ঐ পুকুরটি লিজ নেই। সেই পুকুরে ১,৫০,০০০/- টাকা ব্যায় করে মাছ চাষ করেছি।বর্তমান পুজি হারিয়ে অসহায় পড়েছি। কারা করেছে তা খোজ খবর রাখছি। এ বিষয়ে আমি শিবনগর ইউপির চেয়ারম্যানকে অবগত করে রাখছি। এই ঘটনায় সুশান্ত চন্দ্র দাস তদন্ত সাপেক্ষে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
Leave a Reply