বজ্রকথা ডেক্স।- হেফাজতে ইসলামের নেতা মামুনুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাজধানীর মোহাম্মদপুর এলাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদ্রাসা থেকে দুপুর ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর মামুনুলকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। জানা যায়, গত ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁ থানাধীন রয়েল রিসোর্টে নারী সঙ্গীসহ স্থানীয় লোকজনের হাতে আটক হওয়ার পর ছাড়া পেয়ে মামুনুল হক রাতেই ঢাকায় ফেরেন । কিন্তু তিনি ঢাকার মোহাম্মদপুরের কাদিরাবাদ হাউজিংয়ের নিজ বাসায় যাননি। তিনি পাশেই জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসায় যান এবং এ কদিন সেখানেই অবস্থান করছিলেন। মামুনুল হকের বিরুদ্ধে রাজধানীর পল্টন ও নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় একাধিক মামলা হয়েছে। এছাড়া ২০১৩ সালের একাধিক মামলারও এজাহারভুক্ত আসামি তিনি।
Leave a Reply