কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।- কিশোরগঞ্জের কটিয়াদীতে র্যাব-১৪ এর সিপিসি-২,কিশোরগঞ্জ ক্যাম্প মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫৫০ পিস ইয়াবা এবং মাদক বিক্রয়ের নগদ পাঁচ হাজার টাকাসহ মো. মিজান (২২) ও মো. হবি মিয়া (২৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।গতকাল বুধবার সন্ধ্যায় কটিয়াদী উপজেলার দড়িচারিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক হওয়া দুই মাদক ব্যবসায়ীর মধ্যে মো. মিজান কটিয়াদী উপজেলার কামারকোনা গ্রামের মো. মোস্তফার ছেলে এবং মো. হবি মিয়া একই গ্রামের মৃত বাবু মিয়ার ছেলে। র্যাব -১৪ এর সিপিসি-২,কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে র্যাব -১৪,সিপিসি-২,কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম ২১ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে কটিয়াদী উপজেলার দড়ি চারিয়া এলাকায় অভিযান চালায়। অভিযানে ৫৫০ পিস ইয়াবা এবং মাদক বিক্রয়ের নগদ পাঁচ হাজার টাকাসহ দুই মাদক ব্যবসায়ী মো. মিজান ও মো. হবি মিয়াকে আটক করা হয়। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে। এ বিষয়ে তাদের বিরুদ্ধে কটিয়াদী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply