রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:১৯ অপরাহ্ন

ফ্রি-ফায়ারে আসক্ত হচ্ছে তরুণ-যুবকরা

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
  • ২৭৯ বার পঠিত

ছাদেকুল ইসলাম রুবেল।- করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে এক বছরেরও বেশি সময় ধরে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ।এই অবসর সময়ে কোমলমতি শিক্ষার্থীরা মোবাইলে গেমের সঙ্গে জড়িয়ে পড়ছে। প্রযুক্তির হাত ধরে গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌরসহ উপজেলার প্রত্যন্ত অঞ্চলেও মোবাইলে ইন্টারনেট চলে গেছে। আর সেই সুবাদে স্থানীয় কিশোর, তরুণ ও যুবকরা পাবজি, তিনপাত্তি, ফ্রি-ফায়ার গেমসে ঝুঁকে পড়ছে। উপজেলার পৌর শহড় গ্রীন্ড ফিল্ড বিদ্যালয় সংলগ্ন চার পার্শ্বে ও ঈদগাহ মাঠ দিনব্যাপী উঠতি বয়সের যুবকদের এই খেলায় মেতে থাকতে দেখা যায়। সন্ধ্যা হলেই আড্ডার আসরটা জমে ওঠে। সম্প্রতি পার্শ্ববর্তি উপজেলা গোবিন্দগঞ্জে বিপুল নামে এক যুবুক আম গাছের মগডালে ফাঁস দিয়ে এক কিশোরের আত্মহত্যার ঘটনা ঘটার পর গেমস খেলার বিষয়টি আলোচনায় এসেছে। কারণ ঘটনাটি ঘটার পর এন্ড্রয়েড ফোন কিনে না দেওয়ার কিশোরের আত্মহত্যা শিরোনামে স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশ পায়। এ শিরোনামে সংবাদ প্রকাশের পর আলোচনায় উঠে আসছে সহপাঠীদের সাথে গেমস খেলার পাল্লা দিতেই পিতা আর্থিক অবস্থান বিবেচনা না করেই কোমলমতি তরুণরা মোবাইল কিনে নেওয়ার জন্য বায়না ধরছে। এতে মোবাইল না পেলে অভিমানে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে তরুণরা। সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার প্রতিটি ইউনিয়নে উঠতি বয়সের শিক্ষার্থীরা ও পুরো যুব সমাজ দিন দিন পাবজি, তিনপাত্তি, ফ্রি-ফায়ার নামক গেম খেলছে। যে সময় তাদের ব্যস্ত থাকার কথা শিক্ষা, বই পাঠ, ও খেলা ও বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমে, সে সময়ে তারা প্রযুক্তির কল্যাণে ঘরকুনো হয়ে এসব নেশায় বুঁদ হয়ে পড়ে আছে। ১০ বছর থেকে ২৫ বছর বয়সী এসব শিশু, কিশোর ও তরুণরা প্রতিনিয়ত স্মার্ট ফোন দিয়ে গেমে আসক্ত হচ্ছে। এসব গেম থেকে শিক্ষার্থী বা তরুণ প্রজন্মকে ফিরিয়ে আনতে না পারলে বড় ধরনের ক্ষতিতে পড়ার সম্ভাবনা দেখছেন স্থানীয় সচেতন মহল। নাম প্রকাশে অনিচ্ছুক ফ্রিফায়ার গেমে আসক্ত নবম শ্রেণি পড়ুয়া এক শিক্ষার্থী জানান, প্রথমে তার কাছে ফ্রি ফায়ার গেম ভালো লাগত না। কিছু দিন বন্ধুদের দেখাদেখি খেলতে গিয়ে এখন তিনি আসক্ত হয়ে গেছেন। এখন গেমস না খেললে তার অসস্তিকর মনে হয়। মাঝে মধ্যে গেমস খেলতে না পারলে মুঠোফোন ভেঙে ফেলার ইচ্ছাও হয় তার। এসব গেমস যে একবার খেলবে, সে আর ছাড়তে পারবে না বলে দাবি করে ওই শিক্ষার্থী।এবিষয়ে পৌর শহড়ের সিয়াম নামের এক শিক্ষার্থীর পিতার কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, করোনায় সবচেয়ে বেশি শিক্ষার্থী আসক্ত হচ্ছে এ খেলায়। শিক্ষার্থীরা পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকার কথা। কিন্তু লেখাপড়া বাদ দিয়ে তারা ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ফ্রি-ফায়ার নামক গেম নিয়ে ব্যস্ত। যা শিক্ষার্থীকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তার ছেলেও এই গেমে আসক্ত হয়েছিল।পরে টের পেয়ে তার ছেলের হাত থেকে এন্ড্রয়েড মোবাইল নিয়ে ওয়্যারড্রপে তালা দিয়ে রেখেছে।এখন তার ছেলে সাধারণ ফোন ব্যাবহার করে। এসব গেমস এর আসক্ত দেখে এর কয়েকদিন আগে গাইবান্ধা জেলা পরিষদে সদস্য গোবিন্দগঞ্জের বাসিন্দা আব্দুল হান্নান আজাদ শঙ্কা প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাসে বলেন নিষিদ্ধ করা হোক অনলাইনের গেমস গুলো। অন্যথায় ছাত্র সমাজ ও যুব সমাজের ভবিষ্যত সফলতা হুমকির মুখে পড়বে।তিনি মনে করেন এ ব্যাপারে অভিভাবকদের সতর্ক দৃষ্টি কাম্য। এ ব্যাপারে সাংবাদিক সিরাজুল ইসলাম রতন বলেন,আমাদের সময় আমরা অবসর সময়টা, বইপড়া, সংস্কৃতি চর্চা ও বিভিন্ন খেলাধুলার মধ্য দিয়ে পার করতাম, কিন্তু এখনকার যুগে এ প্রজন্মের সন্তানদের দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। উপজেলার গ্রামগঞ্জে মোবাইলে গ্রুপ গেম মহামারি আকার ধারণ করেছে। শিক্ষার্থীরা অনেকে পড়ার টেবিল ছেড়ে গেমস খেলতে মগ্ন। এতে একদিকে তাদের ভবিষ্যৎ সাফল্য ঝুঁকিতে পড়ছে, অন্যদিকে কিশোর অপরাধসহ বিভিন্ন সামাজিক অপরাধে জড়িয়ে পাড়ার পাশাপাশি মানসিকভাবে ক্ষতির মুখে পড়ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তারুজ্জামান নয়ন বলেন, বিনোদনের জন্য কিছু সময় খেলাধূলা করা মন্দ নয় কিন্তু সেটাতে যদি আসক্ত হয়ে যায় এবং এতে খারাপ প্রভাব পড়ে তখন সেটা থেকে অবশ্যই তরুণ যুবকদের দূরে রাখতে হবে। তিনি বলেন বর্তমানে এ ফ্রি-ফায়ার নামক গেমে সবচেয়ে বেশি আসক্ত হচ্ছে স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা। অনেকেই এর খেলার পেছনে সময় অপচয় করছেন। অভিভাবকসহ সমাজের সবাই মিলে এ বিষয়ে তদারকি না করলে ভবিষ্যতে ফ্রি ফায়ার নামক গেম মাদকের চেয়ে বেশি ভয়ঙ্কর হতে পারে বলে মনে করেন তিনি। তাই এই বিষয়ে সবাইকে সচেতন হতে আহ্বান জানান ইউএনও।এদিকে ইতিপূর্বে মোবাইল গেমের আসক্তিকে মানসিক স্বাস্থ্য সমস্যা বলে আখ্যা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটি এই প্রথমবারের মতো এটাকে একটা মানসিক স্বাস্থ্য সমস্যা হিসেবে চিহ্নিত করলো। যেটাকে আন্তর্জাতিক পর্যায়ে রোগব্যাধির শ্রেণি বিন্যাসের তালিকায় ‘গেইমিং রোগ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com