সোমবার, ০৬ মে ২০২৪, ০৮:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :

পীরগঞ্জে দুই কর্মকর্তার অসৌজন্যমূলক আচরণ ক্ষুব্ধ কৃষক 

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ১৯৩ বার পঠিত

পীরগঞ্জ, (রংপুর) প্রতিনিধি।- পীরগঞ্জ (রংপুর) এর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তাপস কুমার ও কৃষি কর্মকর্তা সাদেকুজ্জামান সরকারের অসৌজন্যমূলক আচরণের কারণে সেবা নিতে আসা কৃষকগণ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন মর্মে গুরুতর অভিযোগ উঠেছে।জানা গেছে কৃষি অফিসে সেবা নিতে আসা কৃষকদেরকে নানা ভাবে হয়রানী করা হচ্ছে। অভিযোগ তুলেছেন, আরাজী গঙ্গারামপুর গ্রামের কৃষক আজিজার রহমান, নওয়াব আলী, রামনাথপুর গ্রামের বাবলু মিয়া, শাফিউল ইসলাম, বড় মজিদপুর গ্রামের আব্দুল কাদের, ঝোরারঘাট গ্রামের রাশেদ সরকার, মিলন মিয়া সহ আরো অনেকে। বর্তমান সরকার কৃষক বান্ধব সরকার। সরকারের উন্নয়নমূলক বিভিন্ন কর্মকান্ড জনগণের দৌড়গোড়ায় পৌছে দেওয়ার ক্ষেত্রে মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাদের অবহেলা, উদাসীনতা ও ব্যবহারে ক্ষুব্ধ কৃষক। এদিকে কৃষি বিভাগের তথ্য দেয়ার ক্ষেত্রেও গণমাধ্যম কর্মীদের সাথে অসৌজন্য মূলক আচরণ করা হচ্ছে। বুধবার পীরগঞ্জ উপজেলার কৃষি সম্প্রসারণ কার্যালয়ে গিয়ে, সরকার থেকে দেওয়া কৃষি প্রণোদনা, ধান-বীজ, সার, বাদাম বীজসহ বিভিন্ন অনিয়ম দূর্নীতির বিষয়ে কথা বলার চেষ্টা করা হলে এক পর্যায়ে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা গণমাধ্যম কর্মীদের উত্তেজিত হয়ে আপত্তিকর ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন।উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তাপস কুমার এ সময় বলেছেন, পত্রিকায় লেখা-লেখি করে কি করবেন? জানেন আমি একজন বিসিএস কর্মকর্তা! একপর্যায়ে তিনি এ প্রতিনিধির বিরুদ্ধে মামলা করার হুমকি দেন। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা সাদেকুজ্জামানের সাথে কথা হলে তিনি বলেন, আমার অফিসের কোন তথ্য চাইলে আবেদন করতে হবে। এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিডি রংপুর) ওবায়দুর রহমান মন্ডল মাথে কথা হলে তিনি জানান, ব্যবহার খারাপ করা খুবই দুঃখজনক, তবে কয়েকদিন আগে এ জেলায় যোগদান করেছি, তাদের বিষয় জেনে ব্যবস্থা নিবো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com