সোমবার, ০৬ মে ২০২৪, ০৯:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :

ভোগকে পরিহার করে ত্যাগের মহিমায় নিজের মনকে সৃষ্টি করতে হবে -হুইপ ইকবালুর রহিম এমপি

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১
  • ১৪৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর।- জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, ভোগকে পরিহার করে ত্যাগের মহিমায় নিজের মনকে সৃষ্টি করতে হবে। তাহলেই ইহকাল এবং পরকাল আপনার জন্য সুখময় হবে। আর এই শিক্ষা দিয়ে থাকে পবিত্র রমজানুল মোবারক। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাজীবন ত্যাগ করে নিজের জীবনকে উৎস্বর্গীত করেছে। তিনি প্রমানিত করেছেন ত্যাগে যে আনন্দ রয়েছে ভোকে সে আনন্দ নেই। তাই লোভ লালসার উর্দ্ধে থেকে মানব সেবায় নিজেকে উৎস্বর্গীত করতে হবে। তিনি বলেন, সবকিছু হারিয়েও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের সেবা করছেন। মানবসেবায় নিজের জীবনকে উৎস্বর্গীত করেছেন। ফলে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র হত্যার চেষ্টা কোন কিছুই কাজে লাগছে না। ষড়যন্ত্রকারীদের প্রতিহত করেই আমাদের ত্যাগের মহিমায় এগিয়ে যেতে হবে। ত্যাগে সুখ, শান্তি, মর্যাদা সম্মান সবকিছুই রয়েছে। বুধবার দুপুরে দিনাজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির ঐচ্ছিক তহবিলের অর্থ বিতরণ অনুষ্ঠানে বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিনাজপুর সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার এসএইচএম মাগফুরুল হাসান আব্বাসীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা জো¯œা, সহকারী কমিশনার (ভুমি) মুহ. শাহানুর জামান, দিনাজপুর শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com