আবু তারেক বাঁধন, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি।- ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের অব্যাহত হামলা তাদের বাড়িঘর থেকে উচ্ছেদ ও সাংবাদিক রোজিনাকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। ২২ শে মে শনিবার দুপুরে পীরগঞ্জ উপজেলা ছাত্র ইউনিয়ন ও যুব ইউনিয়নের আয়োজনে পৌর শহরের পূর্ব চৌরাস্তায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টিরপীরগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট আবু সাইম, উপজেলা ছাত্র ইউনিয়ন সভাপতি তবিবর রহমান দিপু,সাধারণ সম্পাদক শুভ শর্মা,ক্ষেত মজুর সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান লেলিন,কৃষক সমিতির সাধারণ সম্পাদক মর্তুজা আলম, পীরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বাবুল, যুগ্ন সম্পাদক বিষ্ণু পদ রায়,সহ সভাপতি মোকাদ্দেস হায়াত মিলন, যুব ইউনিয়ন সভাপতি কাজল রানা প্রমূখ।
Leave a Reply