রংপুর প্রতিনিধি।- রংপুরের মিঠাপুকুর উপজেলায় ২৩ সড়কের নামকরণ করা হয়েছে বীরমুক্তিযোদ্ধাদের নামে। এই মহতী উদ্যোগ নিয়েছে চেংমারী ইউনিয়ন পরিষদ। ওই ইউনিয়নের প্রধান প্রধান সড়কগুলো বীর নিবাস সাইনবোর্ড ঝুলিয়ে দিয়ে উদ্বোধন করা হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, মিঠাপুকুর উপজেলার চেংমারী ইউনিয়নের ২৩ টি সড়ককে ২৩ বীরমুক্তিযোদ্ধার নামে নামকরণ করা হয়েছে। ঝুলানো হয়েছে সাইনবোর্ড। এর মধ্যে ২২ জন মুক্তিযোদ্ধা ও একজন মুক্তিযুদ্ধের সংগঠক রয়েছে। মিঠাপুকুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়ক এবং মোসলেম বাজার-দর্শনা বাইপাস সড়ক থেকে এসব সড়ক ওই ইউনিয়নের বিভিন্ন এলাকায় চলে গেছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের উদ্যোগে সড়কগুলো নামকরণ করায় সাধুবাদ জানিয়েছেন সর্বস্তরের মানুষ।
মিঠাপুকুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার আইয়ুব আলী শেখ বলেন, ‘মুক্তিযোদ্ধাদের মধ্যে অনেকে বেঁচে নেই। কেউ বেঁচে থাকবেনা। মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষণ করার জন্য চেয়ারম্যান যে উদ্যোগ গ্রহণ করেছেন, আমরা সাধুবাদ জানাই।’
তিনি আরও বলেন, ‘যে সড়কগুলো মুক্তিযোদ্ধাদের নামে নামকরণ করা হয়েছে, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ।’ এর মধ্যে অনেক সড়ক এখনও পাকাকরণ হয়নি। সেগুলো পাকাকরণের দাবি জানান তিনি।
স্থানীয় তিলকপাড়া গ্রামের রাশেদুল ইসলাম রাশেদ বলেন, ‘মুক্তিযোদ্ধারা দেশে শ্রেষ্ঠ সন্তান। তাদের নামে এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলো নামকরণ করার ফলে, আগামী প্রজন্ম তাদের সর্ম্পকে জানতে পারবে। চিরদিন স্মৃতিতে অমলীন থাকবেন মুক্তিযোদ্ধারা।’
চেংমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল কবির টুটুল বলেন, ‘এই ইউনিয়নের ২২ জন মুক্তিযোদ্ধা ও একজন মুক্তিযুদ্ধের সংগঠক রয়েছে। তাদের নামে প্রধান সড়কগুলোর নামকরণ করার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। ইতোমধ্যে সড়কগুলো উদ্বোধন করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘মুক্তিযোদ্ধাদের নামে নামকরা যে সব সড়ক কাঁচা রয়েছে, সেগুলো পাকাকরণের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে।’
মিঠাপুকুর উপজেলা নির্বাহি অফিসার মামুন ভূঁইয়া বলেন, ‘গুরুত্বপূর্ণ সড়কগুলো মুক্তিযোদ্ধাদের নামে নামকরণ একটি মহতি উদ্যোগ। যে রাস্তাগুলোর এখনও পাকা করণ হয়নি, সেগুলো পাকাকরণের ব্যবস্থা গ্রহণ করা হবে।’
Leave a Reply