কটিয়াদী (কিশোরগঞ্জ) থেকে সুবল চন্দ্র দাস।- নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুস কারখানায় অগ্নিকান্ডের ঘটনায় কটিয়াদী উপজেলার ৩ শ্রমিক নিখোঁজ রয়েছেন। তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছেনা বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। নিখোঁজরা হলেন, উপজেলার সহশ্রাম-ধূলদিয়া ইউনিয়নের গৌরীপুর গ্রামের বাচ্চু মিয়ার মেয়ে তাসলিমা আক্তার (১৮), চান্দু মিয়ার মেয়ে রাবেয়া (১৮), একই গ্রামের সেলিম মিয়ার স্ত্রী অমৃতা আক্তার (২৫)। নিখোঁজ রাবেয়ার মা জুবেদা বেগম জানান, তার দুই মেয়ে ওই জুস কারখানায় কাজ করতেন। বড় মেয়ে কল্পনার বেচেঁ থাকার খবর মিলেও ছোট মেয়ে রাবেয়া নিখোঁজ। পরিবারের ধারণা তারা অগ্নিকান্ডে পুড়ে মারা গেছেন। এ নিয়ে তাদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। এরই মধ্যে পরিবারের সদস্যরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কটিয়াদী উপজেলার ২নং সহশ্রাম-ধূলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাসেম আকন্দ জানান, রূপগঞ্জ অগ্নিকান্ডে আমার ইউনিয়নের তিনজন শ্রমিক নিখোঁজ রয়েছেন। হয়তো তারা আগুনে পুড়ে মারা গেছেন। তিনটি পরিবারই গরীব ও অসহায় পরিবার। সরকার ও কারখানা র্কর্তৃপক্ষ যেন, এই অসহায় পরিবারগুলোকে যথাযথ ক্ষতিপূরণ দেয় এটাই আমার দাবী। উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. মোহাম্মদ মুশতাকুর রহমান বলেন, নিখোঁজ শ্রমিকদের যেহেতু এখনো সন্ধান মিলেনি কাজেই তারা হয়তো বেঁচে নেই। ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিখোঁজ শ্রমিকদের চিহ্নিত করে যত দ্রুত সম্ভব স্বজনদের হাতে মৃতদেহ হস্তান্তরের আহবান জানাই।
Leave a Reply