রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০১:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
 ২৯ ও ৩০ এপ্রিল পীরগঞ্জে অনুষ্ঠিত হবে জাতীয় শিক্ষা সপ্তাহের প্রতিযোগিতা  আইইবি দিনাজপুর কেন্দ্রের আয়োজনে ঈদ পুনর্মিলনী, বিদায়-বরণ সংবর্ধনা অনুষ্ঠিত সংবাদ পরিবেশনের  ২ মাস পর ৩ সাংবাদিকের বিরুদ্ধে  চাঁদাবাজি মামলা দিনাজপুরে একত্রে ২০ হাজার কণ্ঠে পবিত্র ‘শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ সাউন্ডবাংলা’র দিনব্যাপী আবৃত্তি, লেখালেখি ও সংবাদ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত দিনাজপুর পৌর আওয়ামী লীগের যৌথ সভা অনুষ্ঠিত রংপুর নগরীতে পথচারিদের ছাতা,ক্যাপ,পানি ও স্যালাইন দিল যুবলীগ রংপুর নগরীতে পথচারিদের ছাতা,ক্যাপ,পানি ও স্যালাইন দিল যুবলীগ পার্বতীপুর রেলওয়ে জংশনে ঘুমন্ত অবস্থায় এক ব্যক্তির মৃত্যু রায়পুর ইউপি পরিষদে “নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক” কর্মশালা অনুষ্ঠিত

পীরগঞ্জের উন্নয়ন চিত্র -৩: চতরা ইউনিয়নের ভাঙ্গাপুলে জনদুর্ভোগ

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ১৮৮ বার পঠিত

সুলতান আহমেদ সোনা।- রংপুর জেলাধীন পীরগঞ্জ উপজেলার ১৪নং চতরা ইউনিয়ন একটি গুরুত্বপূর্ণ ব্যবসাকেন্দ্র। পীরগঞ্জের চতরাহাট প্রসিদ্ধ বানিজ্যিক এলাকা। শুধু তাই নয়, চতরা কৃষি প্রধান এলাকা হওয়ায় এখানকার উৎপাদিত কৃষিপণ্যকে ঘিরে সপ্তাহে দু’দিন হাট বসে। এই হাট থেকে শত শত ট্রাক ধান পাট,চাউল,তরিতরকারী দেশের নানা অঞ্চলে রপ্তানী হয়ে থাকে। চতরা ইউনিয়নের সাথে বেশ কয়েকটি উপজেলার সীমান্ত সংযোগ রয়েছে; যেমন দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলা, ঘোড়াঘাট উপজেলা, গাইবান্ধার পলাশাবাড়ী ও সাদুল্যাপুর উপজেলা। জানাযায় ওই অঞ্চলের ব্যবসায়ীরাও দীর্ঘ কাল থেকে চতরাহাটের সাথে ব্যবসা বানিজ্য করে আসছেন।

অপরদিকে এখানে রয়েছে অনেকগুলো স্কুল কলেজ, মাদ্রাসা । রয়েছে বেশ কটি এনজিও’র কর্মকান্ড। বর্তমান সরকারের আমলে যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটায় ব্যবসাকেন্দ্র হিসেবে চতরা হাটের গুরুত্ব বহুগুণে বৃদ্ধি পেয়েছে। কিন্তু বছর খানেক হয় চতরা থেকে করতোয়ার নদীর টোংরারদহ ঘাট সড়কের একটি পুল ভেঙ্গে যাওয়ায় এই এলাকার ব্যবসা বানিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ চতরা -টোংরারদহ সড়কপথে বড় বড় ট্রাক, মাহিন্দ্র টলিতে করে বালি বহন করতে গিয়ে গুরুত্বপূর্ণ পুলটি ভেঙ্গে গেছে। সেই থেকে এই পথে যান বাহন চলাচল বিঘিœত হচ্ছে। এলাকার মানুষ আরো জানান, এই পথ ধরে পাশ্ববর্তি উপজেলার লোকজন যেমন চতরাহাটে মালামাল নিয়ে আসতেন, তেমনি এই অঞ্চলের মানুষও ঘোড়াঘাট, রাণীগঞ্জ বাজার,কাশিয়াবাড়ী, পলাশবাড়ী যাতায়াত করতেন। কিন্তু পুলটি ভেঙ্গে যাওয়ায় ব্যবসায়ীরা যানবাহনে করে মাল বহন করতে পারছেনা ফলে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
এদিকে নীল দরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান বজ্রকথাকে বলেছেন, এই সড়কটি ঘোড়াঘাট, রাণীগঞ্জ, কাশিয়াবাড়ি পলাশবাড়ী প্রজাপাড়া,বড় শিমুলবাড়ী,এলাকার মানুষসহ চতরা এলাকার চকভেকা, চন্ডিদুয়ার, বড়বদনা পাড়া, কাটাদুয়ার, গৌরেশ্বরপুর, নিঃশ্চিন্তবাটি, চতরা, ইকলিমপুর বাসীর কাছে গুরুত্বপূর্ণ।
তাহলে গুরুত্বপূর্ণ পুলটি মেরামত করা হচ্ছে কেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, চেয়ারম্যান সাহেবের উদাসীনতা, ইউনিয়নবাসীর দূর্ভোগের বিষয়টি উপজেলা পরিষদ উপলব্ধি করতে না পারায় দীর্ঘসময় ধরে কষ্ট পাচ্ছেন পথচারী ,এলাকার মানুষ। ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসা- বানিজ্য। তিনি জরুরী ভিত্তিতে পুলটি মেরামত করার দাবী জনান।
বলাই বাহুল্য যদিও স্থানীয়ভাবে যাতায়াতের জন্য বাঁশদিয়ে পুলটি মেরামত করা হয়েছে কিন্তু এর উপর দিয়ে ভারী যান বাহন যাতায়াত করতে পারছে না। এলাকার মানুষ জানতে চায়, ভাঙ্গাপুল কবে মেরামত করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com