রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ন

১৪২ বছরের মধ্যে উষ্ণতম মাস ছিল জুলাই

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৪৫৪ বার পঠিত

ডেক্স রিপোর্ট।- যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বৈজ্ঞানিক ও নিয়ন্ত্রক সংস্থার মতে গত জুলাই মাস ছিল ১৪২ বছরের মধ্যে বিশ্বে সবচেয়ে উষ্ণতম মাস।ওই সংস্থার পর্যবেক্ষণে উঠে এসেছে জুলাইয়ে স্থলভাগ ও সমুদ্রপৃষ্ঠের সমন্বিত তাপমাত্রা ২০ শতকের গড় তাপমাত্রা ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসের চেয়ে ছিল শূন্য দশমিক ৯৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। সূত্র : বিবিসি।

বিজ্ঞানীরা বলছেন, ১৪২ বছর আগে আবহাওয়ার তথ্য সংরক্ষণ শুরুর পর এটাই সর্বোচ্চ তাপমাত্রা। আগের রেকর্ডটি ছিল ২০১৬ সালে এবং ২০১৯ সালেও ওই একই তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। জলবায়ু পরিবর্তনের দীর্ঘমেয়াদি প্রভাবের কারণেই এমনটি হয়েছে। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ) জানিয়েছে, জুলাইয়ের এ ‘অনাকাংক্ষিত অবস্থান’ একটি উদ্বেগের কারণ। বলা হয়েছে, জুলাইয়ে স্থলভাগ ও সমুদ্রপৃষ্ঠের সম্মিলিত তাপমাত্রা ২০১৬ সালের রেকর্ডের চেয়ে শূন্য দশমিক শূন্য ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। জুলাইয়ে উত্তর গোলার্ধে ভূপৃষ্ঠের তামপাত্রা গড় তাপমাত্রার চেয়ে ১ দশমিক ৫৪ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল, যা এর আগের ২০১২ সালের রেকর্ডকে ছাপিয়ে গেছে।

তথ্য-উপাত্ত আরও বলছে, জুলাই ছিল এশিয়ার সবচেয়ে উষ্ণতম ও ইউরোপের দ্বিতীয় সর্বোচ্চ উষ্ণতম মাস। ইউরোপের উষ্ণতম মাসের রেকর্ডটি হয়েছে ২০১৮ সালে। এনওএএর বিবৃতিতে একটি মানচিত্রও যুক্ত করা হয়েছে, যেখানে জুলাইয়ে তাৎপর্যপূর্ণ জলবায়ু পরিবর্তনজনিত ‘অসংগতিগুলো’ চিহ্নিত করা হয়েছে। বলা হয়েছে, এ বছর বৈশ্বিক গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড়ের গতিবিধি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি।

অপরদিকে এ সপ্তাহের শুরুতে জাতিসংঘের একটি প্রতিবেদনেও বলা হয়েছে, জলবায়ু পরিবর্তন বিশ্বের ওপর একটি ‘অভূতপূর্ব’ প্রভাব ফেলছে, বিশেষ করে কিছু পরিবর্তন হয়তো ‘শতাব্দী’ বা সহস্রাব্দেও ফেরত আনা সম্ভব হবে না’। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, এ অনুসন্ধানের ফল ‘মানবতার জন্য একটি অশনিসংকেত’।জাতিসংঘের ওই প্রতিবেদনে বলা হয়, ১৯৭০ সাল থেকে ভূপৃষ্ঠের তাপমাত্রা গত ২ হাজার বছরের মধ্যে যে কোনো ৫০ বছরের চেয়ে দ্রæত বেড়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com